May 4, 2024, 5:41 am
সর্বশেষ:
মৌলভীবাজার আদালত প্রাঙ্গণে “ন্যায়কুঞ্জ” উদ্বোধন করেন প্রধান বিচারপতি আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালী লবন শ্রমিক কল্যান ইউনিয়নের আলোচনা সভা ও র‌্যালী আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালীতে রিক্সা শ্রমিকদের আলোচনা সভা ও র‌্যালী রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চুয়াডাঙ্গায় সোনারগাঁয়ে বেপরোয়া মহিউদ্দিন পেপার মিলস, বিলিং ঘর ধসে পড়ে ১০ লাখ টাকার ক্ষতি আলফাডাঙ্গায় বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় বান্দরবানের ট্রাস্ট ব্যাংকের পাশে আগুন,পুড়ে ছাই দোকান ও বসতঘর           শ্রীমঙ্গল মহিলা ভাইস-চেয়ারম্যান এর বিরুদ্ধে সম্পত্তি জবর দখলের অভিযোগ বাজারে ধানের দাম কম, শ্রমিকের মজুরি বেশি সাতক্ষীরা তালা উপজেলার তরুণ প্রজন্ম অনলাইন জুয়ায় আসক্ত

৫৭ টাকায় আমদানি করা আদা পাইকারি মূল্য ২৫০ টাকা, খুচরা লাগামহীন

  • Last update: Thursday, May 25, 2023

এবার আদা নিয়ে তুঘলকি কাণ্ড চলছে বাজারে। ৫৭ টাকায় আমদানি করা আদা পাইকারিতে বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। খুচরা মূল্য আরও বেশি। দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে এ চিত্র দেখা গেছে।

জানা গেছে, কোরবানি ঈদের আগে সক্রিয় হয়েছে আদা সিন্ডিকেট! গত ২২ দিনে মিয়ানমার থেকে আমদানি করা ১ হাজার ৮০০ টন আদা রীতিমতো উধাও। বাজার কিংবা গুদাম কোথাও নেই।

এদিকে ভারত থেকে আমদানি বন্ধ থাকলেও, কুষ্টিয়া নাটোরসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে খাতুনগঞ্জে ট্রাকে ট্রাকে আসছে দেশী পেঁয়াজ। রসুনের মজুদও পর্যাপ্ত রয়েছে। কিন্তু হঠাৎ করে বাজার থেকে উধাও সব ধরনের আদা। এতে চাপ পড়েছে খুচরা বাজারেও।

পুরো খাতুনগঞ্জে অর্ধশতাধিক আড়ত ঘুরে শাহ আমানত ট্রেডিং নামে একটি আড়তে দেখা মেলে মিয়ানমার থেকে আনা ২০ থেকে ৩০ বস্তা আদা। সেখানে পাইকারিতে বিক্রি হচ্ছে কেজি প্রতি ২২০ থেকে ২৫০ টাকায়। সংকটের সাথে আমদানি মূল্য এবং শুল্ক মিলিয়ে এ পরিস্থিতি বলছেন ব্যবসায়ীরা।

অথচ টেকনাফ শুল্ক স্টেশনের তথ্য মতে, চলতি মাসের প্রথম ২২ দিনে ৩১ জন ব্যবসায়ী মিয়ানমার থেকে আদা আমদানি করেছেন ১ হাজার ৮১৭ টন। প্রশ্ন হচ্ছে, এতো আদা তাহলে গেল কোথায়? এমন প্রশ্নে উল্টো তথ্য দিচ্ছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, দুই মাস ধরে আমদানি নেই।

কাস্টমসের তথ্য বলছে, সর্বশেষ মিয়ানমার থেকে আদা আমদানিতে খরচ পড়েছে শুল্ক করসহ ৫৮ টাকা, ভারত থেকে ৫৭ টাকা আর ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া থেকে খরচ পড়েছে ১০০ টাকার মতো। কিন্তু বাজারে বিক্রি হচ্ছে ৪ থেকে ৫ গুণ বেশি দামে। তবে, কোরবানির ঈদের আগে আমদানি বাড়লে দাম কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

প্রসঙ্গত, আগে দেশে আদার চাহিদার ৮০ শতাংশই আসতো চীন থেকে। করোনার পর তা নেমে আসে শূন্যের কোঠায়। এখন আমদানি হয় মিয়ানমার, ভারত, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া থেকে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC