May 17, 2024, 2:50 pm

আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালী লবন শ্রমিক কল্যান ইউনিয়নের আলোচনা সভা ও র‌্যালী

  • Last update: Thursday, May 2, 2024

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাঁশখালী উপজেলা লবন শ্রমিক কল্যান ইউনিয়ন (রেজিঃনং- ২৮৯০)- এর আলোচনা সভায় বক্তারা লবন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, লবনের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বিদেশ থেকে লবন আমদানী বন্ধের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

১ মে’২৪ ইং বুধবার সকাল ৯ টার সময় চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের মৌলভী বাজারে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা ওমর হায়াত মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন চট্টগ্রাম দক্ষিন জেলার সিনিয়র সহঃ সভাপতি মোহাম্মদ রফিক বশরী। বিশেষ অথিতি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন চট্টগ্রাম দক্ষিন জেলার সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা মোকতার হোসাইন সিকদার, বাঁশখালী উপজেলা শ্রমিক কল্যান ইউনিয়ন বাঁশখালী সভাপতি মাওলানা জোবাইর হোছাইন, সাবেক উপজেলা সাঃসঃ আবদুর রহিম, লবন শ্রমিক কল্যান ইউনিয়নের বাঁশখালী উপজেলা সহঃ সভাপতি মোস্তফা আলী, সাধারন সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ, উপজেলা লবন শ্রমিক নেতা মোহাম্মদ হোছাইন। সাবেক উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন নেতা ফরিদ আহামদ, শেখেরখীলের সাবেক মেম্বার মোহাম্দ আক্তারুজ্জামান, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের দর্জি সেক্টরের সভাপতি শ্রমিক নেতা আবুল কাশেম সোহাগ।

বক্তাগন তাদের বক্তব্যে দেশীয় লবন শিল্পকে বাঁচিয়ে রেখে উন্নতি করতে হলে স্বার্থপর চাটুকারদের প্ররোচনা এড়িয়ে বিদেশ থেকে লবন আমদানী বন্ধ করে দেশের লবন শ্রমিকদেরকে অফ সিজনে প্রনোদনা দিয়ে উৎসাহিত করতে হবে এবং পর্যায়ক্রমে লবন শ্রমিকদেকে পেনশনের আওতায় আনতে হবে।

সভায় লবন শ্রমিকদের সন্তানদের পড়ালেখার সহযোগিতা স্বরুপ শিক্ষা সামগ্রী বিতরন করা হয়৷ সভাশেষে লবন শ্রমিকদের একটি র‌্যালী শেখেরখীল ছনুয়া সড়ক প্রদক্ষিন করে মৌলভী বাজার ব্রীজের পুর্ব প্রান্তে সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যমে শেষ হয়।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC