May 13, 2024, 12:03 pm
সর্বশেষ:

শ্রীমঙ্গল মহিলা ভাইস-চেয়ারম্যান এর বিরুদ্ধে সম্পত্তি জবর দখলের অভিযোগ

  • Last update: Sunday, April 28, 2024

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মিতালী দত্ত ক্ষমতার অপব্যবহার করে পারিবারিক সম্পত্তি জোরপূর্বক দখল করার অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন।

ভোক্তভোগীরা জানান, তাদের পুর্ব পুরুষেরা চা-বাগানের বাসিন্দা ও পাশাপাশি বাগানে কাজ করতেন। এ কারনে তাদেরকে তিনি “কুলি” বলে ডাকেন। এছাড়া মিথ্যা মামলা দিয়ে মানসিক ভাবে নির্যাতন করে আসছেন মিতালী দত্ত।

রবিবার (২৮ এপ্রিল) শ্রীমঙ্গল শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে জেলা, উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এসব কথা বলেন, বাবুল দোষাদ, সঞ্চিতা দোষাদ ও তার পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ এসব অভিযোগ করেন। এবং আরও বলেন আমরা নিরীহ ও আইন মান্যকারী তাই সামাজিক ভাবে এ বিষয়ে চেয়ারম্যান মেম্বার সহ মুরব্বিয়ানদের নিকট ন্যায্য বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরে ও ফলাফল শূন্য। কারন তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বলে কথা। এ কারণে কোন ভাবে পারিবারিকভাবে নিষ্পত্তি হয়নি। সংবাদ সম্মেলন চলন্তবস্থায় এক সময় তারা কান্নায় ভেঙ্গে পড়েন এবং সকলের নিকট ন্যায় বিচার প্রার্থনা করেন।

অভিযোগে আরও বলেন,মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত তার স্বামীর সৎ ভাই বলে ক্ষমতার দাপটে সম্পত্তি জবর দখল করে রেখেছেন।

তবে এবিষয়ে মিতালী দত্তের সাথে যোগাযোগ করলে এসব অভিযোগ অস্বীকার করে জানান,তার শ্বশুর তিনি নিজের অংশের সম্পত্তি বিক্রি করে মৃত্যু বরণ করেন এবং এ বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন রয়েছে। তিনি আরও জানান, সম্পত্তি দখল তো দূরেই থাক তারা নিজেরাই তাদের চাচা শ্বশুরের সম্পত্তিতে বসবাস করছেন।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC