April 26, 2024, 10:00 pm
সর্বশেষ:

হাইতির শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় দুই হাজার নিহত

  • Last update: Wednesday, August 18, 2021

হাইতির শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত এক হাজার ৯৪১ জন নিহত হওয়ার কথা জানা গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, গত শনিবারের এই ভূমিকম্পে আরও প্রায় দশ হাজার মানুষ আহত হয়েছেন। এছাড়া ৭.২ মাত্রার ভূমিকম্পের পর আরও বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

ভূমিকম্পের পর ক্যারিবীয় দেশটিতে মৌসুমী ঝড় গ্রেস আঘাত হানে। এর প্রভাবে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতে বিঘ্নিত হচ্ছে উদ্ধার তৎপরতা।

জাতিসংঘ জানিয়েছে, হাইতির প্রায় পাঁচ লাখ শিশু এখন আশ্রয়, নিরাপদ পানি ও খাবারের অভাবে রয়েছে। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ প্রতিনিধি ব্রুনো মায়েস বলেন, হাইতির অগণিত পরিবার ভূমিকম্পে সবকিছু হারিয়ে এখন বন্যার কারণে আক্ষরিক অর্থেই পানিতে বসবাস করছে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে হাইতির দক্ষিণ পশ্চিম এলাকা। বেশ কয়েকটি হাসপাতালে রোগী উপচে পড়ছে। আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। এর আগে ২০১০ সালে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের আঘাতে ২ লাখের বেশি মানুষ প্রাণ হারায়।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC