May 5, 2024, 12:18 pm
সর্বশেষ:
মৌলভীবাজার আদালত প্রাঙ্গণে “ন্যায়কুঞ্জ” উদ্বোধন করেন প্রধান বিচারপতি আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালী লবন শ্রমিক কল্যান ইউনিয়নের আলোচনা সভা ও র‌্যালী আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালীতে রিক্সা শ্রমিকদের আলোচনা সভা ও র‌্যালী রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চুয়াডাঙ্গায় সোনারগাঁয়ে বেপরোয়া মহিউদ্দিন পেপার মিলস, বিলিং ঘর ধসে পড়ে ১০ লাখ টাকার ক্ষতি আলফাডাঙ্গায় বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় বান্দরবানের ট্রাস্ট ব্যাংকের পাশে আগুন,পুড়ে ছাই দোকান ও বসতঘর           শ্রীমঙ্গল মহিলা ভাইস-চেয়ারম্যান এর বিরুদ্ধে সম্পত্তি জবর দখলের অভিযোগ বাজারে ধানের দাম কম, শ্রমিকের মজুরি বেশি সাতক্ষীরা তালা উপজেলার তরুণ প্রজন্ম অনলাইন জুয়ায় আসক্ত

মোরেলগঞ্জে চোখে মরিচের গুড়ো ছিটিয়ে হামলা, ভাংচুর ও মারপিটে আহত-৪

  • Last update: Thursday, April 25, 2024

এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে চোখে মরিচের গুড়ো ছিটিয়ে এক দিনমজুরের বাড়িতে হামলা, নির্মাধীন বসত ঘর ভাংচুর ও মারপিটে দুই নারীসহ ৪ জনের আহতের ঘটনা ঘটেছে। জরুরী সেবা ৯৯৯ কল করে প্রাণে রক্ষা পেলেন দিন মজুর পরিবার। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বিশারীঘাটা গ্রামের দিন মজুর জামাল হাওলাদরের বসত বাড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী ছলেমান হাওলাদারের নেতৃত্বে তার স্ত্রী ফরিদা বেগম, বোন নাছিমা বেগমসহ ৭/৮ জনের একটি সংঘবদ্ধ দল হামলা চালায়। এ হামলায় দিনমজুর জামাল হাওলাদার (৫৫), তার স্ত্রী নেহারুন বেগম (৪০), মেয়ে স্কুল ছাত্রী রহিমা আক্তার (১৪) ও তার চাচাতো ভাই মানিক হাওলাদার (৪২) কে চোখে মরিচের গুড়ো ছিটিয়ে, পিটিয়ে আহত করে এবং তার নির্মাধীন বসত ঘর ভাংচুর চালিয়ে ঘরে থাকা নগদ টাকা ও মালামাল নিয়ে যায় হামলাকারীরা।

এ ঘটনার পর পরই ওই ভুক্তভোগী পরিবারের আহতরা ৯৯৯ ফোন দিলে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আহতদের মধ্যে জামাল হাওলাদার স্ত্রী গুরুতর আহত নেহারুন বেগমকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনমজুর জামাল হাওলাদার বলেন, পৈত্রিক ৪৯ শতক জমিতে দীর্ঘ ৬০/৭০ বছর ধরে বসত বাড়ি করে পূর্বে আমার পিতা এখন আমি স্বপরিবারে বসবাস করছি। পুরাতন ঘরটি ভেঙ্গে নতুন করে বসত ঘর করতে গেলে প্রতিপক্ষ ছলেমান হাওলাদারের স্ত্রী ফরিদা বেগম একদল মহিলাদের নিয়ে এসে চোখে মরিচের গুড়ো ছিটিয়ে আমাদের ওপরে এ হামলা চালায়। ৯৯৯ ফোন দিয়ে প্রাণে রক্ষা পেয়েছি। প্রশাসনের কাছে হামলাকারীদের দৃষ্টান্ত মূলক বিচারের দাবী করছেন তিনি।

এ সম্পর্কে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন বলেন, পশ্চিম বিশারীঘাটায় হামলার বিষয়ে ৯৯৯ ফোন পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC