May 8, 2024, 4:26 pm
সর্বশেষ:
উপজেলা নির্বাচনে প্রার্থী হতে ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ সাতকানিয়ার রাজিয়া হত্যার প্রধান আসামী ফারুখ র‌্যাবের হাতে গ্রেফতার মৌলভীবাজার আদালত প্রাঙ্গণে “ন্যায়কুঞ্জ” উদ্বোধন করেন প্রধান বিচারপতি আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালী লবন শ্রমিক কল্যান ইউনিয়নের আলোচনা সভা ও র‌্যালী আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালীতে রিক্সা শ্রমিকদের আলোচনা সভা ও র‌্যালী রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চুয়াডাঙ্গায় সোনারগাঁয়ে বেপরোয়া মহিউদ্দিন পেপার মিলস, বিলিং ঘর ধসে পড়ে ১০ লাখ টাকার ক্ষতি আলফাডাঙ্গায় বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় বান্দরবানের ট্রাস্ট ব্যাংকের পাশে আগুন,পুড়ে ছাই দোকান ও বসতঘর           শ্রীমঙ্গল মহিলা ভাইস-চেয়ারম্যান এর বিরুদ্ধে সম্পত্তি জবর দখলের অভিযোগ

স্পেনে ৮ জুলাই থেকে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু

  • Last update: Thursday, July 6, 2023

জিয়াউল হক জুমন, বিশেষ প্রতিনিধি: স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ এনডিসি‘র মাদ্রিদস্থ সরকারি বাসভবন বাংলাদেশ হাউজে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ ও তার সহধর্মিনী ফরিদা আক্তার।  
রাষ্ট্রদূতের ব্যক্তিগত আয়োজনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, স্পেনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত শ্রী দীনেশ কে পাটনাইক, বাংলাদেশে নিযুক্ত স্পেনের প্রথম রাষ্ট্রদূত আর্থুরো পেরেজ মার্টিনেজ, স্পেনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মহাপরিচালক, দূতাবাসের মিনিস্টার (পলিটিক্যাল) ও মিশন উপ প্রধান এটিএম আব্দুর রউফ মন্ডল, কাউন্সেলর (পলিটিক্যাল) দ্বীন মোহাম্মদ ইমাদুল হক, কাউন্সেলর (কমার্শিয়াল) রেদোয়ান আহমেদ, কাউন্সেলর (লেবার ওয়েলফেয়ার) মো. মোতাসিমুল ইসলামসহ দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারি এবং মাদ্রিদে বসবাসরত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ অতিথিদের সাথে ঈদের কুশল বিনিময় করেন।

আমন্ত্রিত অতিথিদের জন্য বিভিন্ন প্রকারের সুস্বাদু খাবারের আয়োজন করেন। অতিথিরা একে অপরের সাথে নানা গল্প আড্ডায় মেতে ওঠেন।

অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরীকে , অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বকুল খান ই পাসপোর্ট সেবা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন , এসময় স্বরাষ্ট্র সচিব বলেন আগামী ৮ জুলাই স্থানীয় সময় সন্ধ্যা ৮টায় মাদ্রিদস্থ বাংলাদেশের দূতাবাসে ই পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হবে বলে উপস্থিত স্থানীয় সাংবাদিকদের অবহিত করেন। তিনি বলেন ইউক্রেন , রাশিয়ার যুদ্ধের কারণে সরকারি কর্মকর্তাদের বিদেশে ভ্রমণ স্থগিত থাকায় ই-পাসপোর্ট কার্যক্রম সেবা একটু বিলম্বিত হয়েছে, ইনশাল্লাহ আমরা খুব দ্রুত সময়ের মধ্যে স্পেন এর পরে পর্তুগাল ,ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে খুব দ্রুত সময়ের মধ্যে ই পাসপোর্ট কার্যক্রম শুরু করব।

অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC