April 27, 2024, 12:56 am
সর্বশেষ:

সৌদি আরবে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

  • Last update: Thursday, December 29, 2022

সৌদি আরবে আবুল কাশেম (৩২) নামে এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সৌদি আরবের তাইফের একটি কৃষি খামার থেকে তার মরদেহ উদ্ধার করেছে সৌদি পুলিশ। এদিকে ওই প্রবাসীর পরিবারের অভিযোগ নির্যাতনে তার মৃত্যুর পর লাশ ঝুলিয়ে রেখেছে মালিকপক্ষ। নিহত আবুল কাশেম লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মার্টিন ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা আলী হোসেনের ছেলে। গতকাল সকালে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে কাশেমের পরিবার। নিহত কাশেম দুই সন্তানের জনক। নিহতের বাবা আলী হোসেন জানান, আবুল কাশেম আড়াই মাস আগে জমি বন্ধক রেখে ৫ লাখ টাকা খরচ করে সৌদিতে যায়। সেখানে একটি কৃষি খামারে কাজ করতো সে। যাওয়ার পর থেকে মালিকের লোকজন তাকে প্রায়ই মারধর করতো। বিষয়টি তার ছেলে মুঠোফোনে তাকে বলতো।

গত রোববার সকালে সৌদি পুলিশ তার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। পরে তার জেঠাতো ভাই সৌদি প্রবাসী মানিক কাশেমের মালিকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। একমাত্র উপার্জনক্ষম লোককে হারিয়ে চোখে অন্ধকার দেখছেন কাশেমের পরিবার। তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সঠিক তদন্ত করে মরদেহ দেশে আনার জন্য সরকারের প্রতি অনুরোধ করেন। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, সৌদিতে এ প্রবাসীর মৃত্যুর খবরটি এখন পর্যন্ত কেউ জানায়নি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

উৎসঃ মানবজমিন

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC