April 27, 2024, 2:08 am
সর্বশেষ:

রাজধানীর চকবাজারে র‌্যাবের পৃথক অভিযানে ২৫ জুয়াড়ি গ্রেফতার

  • Last update: Saturday, March 6, 2021

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ ক্যাসিনোর (জুয়াড়ি) বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ৬ মার্চ, ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ০০.৪৫ ঘটিকার সময় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার চকবাজার মডেল থানাধীন ১৭/২, রহমতগঞ্জ লেন এলাকায় একটি অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ২২ জন জুয়াড়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ সিদ্দিক (৩২), ২। মোঃ আশ্রাফ (৩০), ৩। মোঃ রফিক (৪৬), ৪। মোঃ শুক্কুর মিয়া(৫২), ৫। মোঃ শোয়েব (৩১), ৬। মোঃ রুবেল (৩৬), ৭। মোঃ করিম (৪৯), ৮। মোঃ হাবিব (৫০), ৯। মোঃ হারুন (৪০), ১০। ১১। মোঃ মাছুম হোসেন (৩০১২। শেখ মোঃ রাজু (৩৮), ১৩। জয়নাল আবেদীন (৬০), ১৪। মোঃ নিজাম উদ্দিন (৫০) ও ১৫। মোঃ ফিরোজ (৪৮) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ২৪৬ (দুইশত ছেচল্লিশ) পিস জুয়া খেলার কার্ড (তাস), -০১ টি জুয়া খেলায় ব্যবহৃত হিসাব রক্ষন খাতা, ১৪টি মোবাইল ফোন ও নগদ- ৬১,৩০০/- (একষাট্টি হাজার তিনশত) টাকা উদ্ধার করা হয়।

এছাড়া গত ০৫ মার্চ, ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ২২.৫৫ ঘটিকার সময় র‌্যাব- ১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার চকবাজার থানাধীন কামাল বাগ এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ১০ জন জুয়াড়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের ১। বিমল সাংমা (২৭), ২। মোঃ শহিদ (২০), ৩। মোঃ টিপু সুলতান (৩০), ৪। মোঃ রফিক (২৫), ৫। মোঃ সোলায়মান (২৩), ৬। মোঃ আলা উদ্দিন (৩৮), ৭। মোঃ হানিফ (৪৬), ৮। মোঃ ফারুক (৪০), ৯। মোঃ ছালেক (৪০) ও ১০। মোঃ দিদার (২৪) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ১৫৬ (একশত ছাপ্পান্ন) পিস জুয়া খেলার কার্ড(তাস), ০৮টি মোবাইল ফোন ও নগদ- ১২,৯৬০/- (বারো হাজার নয়শত ষাট) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC