May 9, 2024, 4:38 am
সর্বশেষ:
উপজেলা নির্বাচনে প্রার্থী হতে ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ সাতকানিয়ার রাজিয়া হত্যার প্রধান আসামী ফারুখ র‌্যাবের হাতে গ্রেফতার মৌলভীবাজার আদালত প্রাঙ্গণে “ন্যায়কুঞ্জ” উদ্বোধন করেন প্রধান বিচারপতি আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালী লবন শ্রমিক কল্যান ইউনিয়নের আলোচনা সভা ও র‌্যালী আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালীতে রিক্সা শ্রমিকদের আলোচনা সভা ও র‌্যালী রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চুয়াডাঙ্গায় সোনারগাঁয়ে বেপরোয়া মহিউদ্দিন পেপার মিলস, বিলিং ঘর ধসে পড়ে ১০ লাখ টাকার ক্ষতি আলফাডাঙ্গায় বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় বান্দরবানের ট্রাস্ট ব্যাংকের পাশে আগুন,পুড়ে ছাই দোকান ও বসতঘর           শ্রীমঙ্গল মহিলা ভাইস-চেয়ারম্যান এর বিরুদ্ধে সম্পত্তি জবর দখলের অভিযোগ

মৌলভীবাজারে কুরআন অবমাননার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

  • Last update: Friday, July 7, 2023

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সুইডেনে পবিত্র আল-কুরআন অবমাননার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখা। শুক্রবার সকালে পৌর শহরের পশ্চিমবাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী। এতে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলী, পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মো: ফখরুল ইসলাম, সেক্রেটারি দেওয়ান আশিক আল রশীদ চৌধুরী, ছাত্রশিবির শহর সভাপতি জিল্লুর রহমান, জেলা সভাপতি আব্দুস সামাদ, সাবেক শহর সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী বলেন, গত ২৮ জুন সুইডেনের কেন্দ্রীয় মসজিদের সামনে মহাগ্রন্থ আল-কুরআনকে প্রকাশ্যে পোড়ানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা লক্ষ্য করছি কয়েক মাস পর পর মহাগ্রন্থ আল-কুরআনকে নিয়ে ও আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সা:) সম্পর্কে কিছু কুচক্রীমহল অত্যন্ত পরিকল্পিতভাবে মুুসলমানকে উস্কানির জন্য কাজ করছে। আমরা বলতে চাই এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে। আমরা জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থা সমূহের কাছে দাবি জানাচ্ছি অনতিবিলম্বে এই সমস্ত কুলাঙ্গারদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য সর্ব মহলের নিকট আহ্বান।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC