May 8, 2024, 8:01 am
সর্বশেষ:
উপজেলা নির্বাচনে প্রার্থী হতে ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ সাতকানিয়ার রাজিয়া হত্যার প্রধান আসামী ফারুখ র‌্যাবের হাতে গ্রেফতার মৌলভীবাজার আদালত প্রাঙ্গণে “ন্যায়কুঞ্জ” উদ্বোধন করেন প্রধান বিচারপতি আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালী লবন শ্রমিক কল্যান ইউনিয়নের আলোচনা সভা ও র‌্যালী আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালীতে রিক্সা শ্রমিকদের আলোচনা সভা ও র‌্যালী রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চুয়াডাঙ্গায় সোনারগাঁয়ে বেপরোয়া মহিউদ্দিন পেপার মিলস, বিলিং ঘর ধসে পড়ে ১০ লাখ টাকার ক্ষতি আলফাডাঙ্গায় বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় বান্দরবানের ট্রাস্ট ব্যাংকের পাশে আগুন,পুড়ে ছাই দোকান ও বসতঘর           শ্রীমঙ্গল মহিলা ভাইস-চেয়ারম্যান এর বিরুদ্ধে সম্পত্তি জবর দখলের অভিযোগ

মোরেলগঞ্জ ইশারা ভাষা দিবসে র‍্যালী আলোচনা সভা ও উপকরন বিতরণ

  • Last update: Tuesday, February 7, 2023

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলা ভাষা ইশারা বিবস-২০২৩ উপলক্ষে র‍্যালী,আলোচনা সভা ও উপকরন বিতরন করা হয়েছে। “বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবন মান উন্নয়ন এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সাহায্য সেবা কেন্দ্রের উদ্যোগে এবং বেসরকারি সাহায্য সংস্থার সহযোগীতায় উপজেলা পরিষদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. শাহ-ই আলম বাচ্চু।

এ সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. কায়কোবাদ আকুঞ্জি, দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. আনিসুর রহমান, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা মো. জাহিদ হোসেন ও ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার লাভলী লাকি বিশ্বাস প্রমূখ।

সভা শেষে শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে শ্রবণ যন্ত্র (হেয়ারিং এইড) ও প্রতিবন্ধী শিশুদের মাঝে মশারী বিতরন করা হয়। এ সময় ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার লাভলী লাকি বিশ্বাস বলেন শিশুদের উৎসাহ প্রদান ও বার্ষিক উপহার হিসেবে উপজেলার ৬টি ইউনিয়ন যথাক্রমে জিউধরা, নিশানবাড়ীয়া, খাউলিয়া, বারইখালী, মোরেলগঞ্জ ও পৌরসভায় ওয়ার্ল্ড ভিশন নিবন্ধিত ২ হাজার ৭ শত শিশুদের মাঝে পর্যায়ক্রমে এ মশারি বিতরন করা হচ্ছে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC