April 27, 2024, 3:51 am
সর্বশেষ:

বিশ্বের মোট জনসংখ্যা ৮০০ কোটি ছাড়িয়েছে

  • Last update: Tuesday, November 15, 2022

বিশ্বের মোট জনসংখ্যা ৮০০ কোটি ছাড়িয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা নাগাদ ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, জনসংখ্যার পরিমাণ দাঁড়ায় ৮০০ কোটি ২৮ হাজার জনে। ওয়েবসাইটটির তথ্যানুযায়ী, ২০২২ সালে বিশ্বে ১১ কোটি ৬৯ লাখের বেশি মানুষ জন্ম নিয়েছেন।

জাতিসংঘের এক পরিসংখ্যান বলছে, জাতিসংঘের ২০২২ সালের জনসংখ্যা বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর পরবর্তী ১০০ কোটি মানুষের বেশিরভাগের জন্ম হবে আটটি দেশে। সেগুলো হলো- কঙ্গো, মিসর, ইথিওপিয়া, ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও তানজানিয়া। খবর বিবিসির।

জাতিসংঘ আরও জানায়, ৭০০ কোটির মাইলফলক স্পর্শ করার মাত্র ১১ বছর পর বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটিতে পৌঁছাল। এরপর ২০৩০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা হবে ৮৫০ কোটি এবং ২০৫০ সালে পৌঁছাবে ৯৭০ কোটিতে। তাছাড়া ২০৮০ সালে এই জনসংখ্যা এক হাজার কোটির মাইলফলক অতিক্রম করবে।

এর আগে ২০২০ সালে জাতিসংঘ জানায়, ১৯৫০ সালের পর প্রথমবারের মতো বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধির হার ১ শতাংশের নিচে নেমে এসেছে। ১৯৫০ সালে যেখানে একজন নারীর সন্তান জন্মদানের হার ছিল গড়ে ৫ শতাংশ সেখানে বর্তমানে তা নেমে ২ দশমিক ৩ শতাংশে। ২০৫০ সালে সন্তান জন্মদানের হার নেমে আসবে ২ দশমিক ১ শতাংশে।

এদিকে ২০১৯ সালে মানুষের গড় আয়ু ছিল ৭২.৮ বছর। ১৯৯০ সাল থেকে যা প্রায় ৯ বছর বেড়েছিল। গড় আয়ু বাড়ার এ ধারা অব্যাহত থাকবে বলে বলা হচ্ছে এবং ২০২৫ সালে এটি ৭৭.২ বছর বয়সে দাঁড়াবে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC