May 7, 2024, 1:34 pm
সর্বশেষ:
সাতকানিয়ার রাজিয়া হত্যার প্রধান আসামী ফারুখ র‌্যাবের হাতে গ্রেফতার মৌলভীবাজার আদালত প্রাঙ্গণে “ন্যায়কুঞ্জ” উদ্বোধন করেন প্রধান বিচারপতি আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালী লবন শ্রমিক কল্যান ইউনিয়নের আলোচনা সভা ও র‌্যালী আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালীতে রিক্সা শ্রমিকদের আলোচনা সভা ও র‌্যালী রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চুয়াডাঙ্গায় সোনারগাঁয়ে বেপরোয়া মহিউদ্দিন পেপার মিলস, বিলিং ঘর ধসে পড়ে ১০ লাখ টাকার ক্ষতি আলফাডাঙ্গায় বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় বান্দরবানের ট্রাস্ট ব্যাংকের পাশে আগুন,পুড়ে ছাই দোকান ও বসতঘর           শ্রীমঙ্গল মহিলা ভাইস-চেয়ারম্যান এর বিরুদ্ধে সম্পত্তি জবর দখলের অভিযোগ বাজারে ধানের দাম কম, শ্রমিকের মজুরি বেশি

বান্দরবানে মোহনা টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন

  • Last update: Friday, November 11, 2022

বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বান্দরবানে মোহনা টেলিভিশনের ১৩ বছরের পর্দাপনকে উপলক্ষ করে বর্ণাঢ্য আয়োজনে র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১১ নভেম্বর (শুক্রবার) সকালে বান্দরবান মোহনা টেলিভিশনের দর্শক ফোরামের আয়োজনে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে বান্দরবান প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজার মাঠে গিয়ে শেষ হয়। পরে পার্বত্য মন্ত্রীর বান্দরবানস্থ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বান্দরবান প্রেসক্লাবের সদস্য কৌশিক দাশ এর সঞ্চালনায় আর বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে মোহনা টিভি দর্শক ফোরাম বান্দরবানের সভাপতি মোজাম্মেল হক বাহাদুর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, বান্দরবান প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ হাকিম চৌধুরৗ, সাধারণ সম্পাদক মিনারুল হক, মোহনা টেলিভিশন বান্দরবান জেলা প্রতিনিধি রাহুল বড়ুয়া ছোটন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখতে গিয়ে মোহনা টিভি দর্শক ফোরাম বান্দরবানের সভাপতি মোজাম্মেল হক বাহাদুর বলেন, মোহনা টেলিভিশন এখন আগের চেয়ে অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠেছে। এই টেলিভিশন এখন জনগণের সুখ, দু:খ ও উন্নয়ন এবং নানা দুনীর্তির খবর তুলে ধরে সবার মনে স্থান করে নিয়েছে।

এসময় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, ১২ বছর দীর্ঘ পথ পারি দিয়ে মোহনা টেলিভিশন এখন ১৩ বছরে পর্দাপন করেছে, যা সত্যিই গর্বের বিষয়। একটি প্রতিষ্টানের ১৩ বছরে পর্দাপন অনেক গৌরবের বিষয়। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন, মোহনা টেলিভিশন এখন দিন দিন দর্শক শ্রোতাদের মন জয় করে নিচ্ছে পাশাপাশি বান্দরবান জেলা প্রতিনিধি রাহুল বড়ুয়া ছোটন এই টেলিভিশনের জেলা প্রতিনিধি হিসেবে অক্লান্ত পরিশ্রম করে সমাজের প্রতিদিনের খবর আমাদের সামনে তুলে ধরছে। এসময় মন্ত্রী বীর বাহাদুর প্রত্যেক সংবাদকর্মীকে যার যার অবস্থান থেকে বস্তুনিষ্ট ও গ্রহণযোগ্য এবং যুগপোযোগি সংবাদ পরিবেশন করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার অনুরোধ জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মোহনা টেলিভিশনের ১৩তম বছর পর্দাপন উপলক্ষে কেক কাটা অনুষ্টানে অংশ নেন অতিথিরা।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC