May 7, 2024, 1:20 am
সর্বশেষ:
সাতকানিয়ার রাজিয়া হত্যার প্রধান আসামী ফারুখ র‌্যাবের হাতে গ্রেফতার মৌলভীবাজার আদালত প্রাঙ্গণে “ন্যায়কুঞ্জ” উদ্বোধন করেন প্রধান বিচারপতি আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালী লবন শ্রমিক কল্যান ইউনিয়নের আলোচনা সভা ও র‌্যালী আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালীতে রিক্সা শ্রমিকদের আলোচনা সভা ও র‌্যালী রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চুয়াডাঙ্গায় সোনারগাঁয়ে বেপরোয়া মহিউদ্দিন পেপার মিলস, বিলিং ঘর ধসে পড়ে ১০ লাখ টাকার ক্ষতি আলফাডাঙ্গায় বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় বান্দরবানের ট্রাস্ট ব্যাংকের পাশে আগুন,পুড়ে ছাই দোকান ও বসতঘর           শ্রীমঙ্গল মহিলা ভাইস-চেয়ারম্যান এর বিরুদ্ধে সম্পত্তি জবর দখলের অভিযোগ বাজারে ধানের দাম কম, শ্রমিকের মজুরি বেশি

বাণিজ্য বাড়াতে সম্মত বাংলাদেশ ও ঘানা

  • Last update: Tuesday, February 20, 2024

পারস্পরিক সুবিধার ব্যবসা-বাণিজ্য বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ঘানা।

মঙ্গলবার (ফেব্রুয়ারি ২০) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সফররত ঘানার পররাষ্ট্র ও আঞ্চলিক সংহতি বিষয়ক মন্ত্রী শার্লি আয়োরকর বোচওয়ে-এর নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে একমত হয় দুই দেশ।

পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, দুই দেশ বাণিজ্য বৃদ্ধির জন্য কৃষি, ওষুধ, আইসিটি, কৃষিভিত্তিক খাদ্যপণ্য, পাট ও পাটজাত পণ্য এবং টেক্সটাইলকে চিহ্নিত করেছে।

টানা চতুর্থ মেয়াদে পুনঃনির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘানার প্রেসিডেন্টের শুভেচ্ছা পৌঁছে দেন দেশটির পররাষ্ট্র বিষয়ক ও আঞ্চলিক একীকরণ মন্ত্রী শার্লি আয়োরকর বোচওয়ে।

দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে ঘানার মন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। এক্ষেত্রে শার্লি আয়োরকর কৃষি, ফার্মাসিউটিক্যালস, আইসিটি, কৃষি এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণের কথা উল্লেখ করেন।

ঘানার পররাষ্ট্রমন্ত্রী আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ মহাসচিব নির্বাচনে তার দেশের প্রার্থিতার জন্য বাংলাদেশের সমর্থন চান।

উল্লেখ, এবার আফ্রিকার দেশগুলো থেকে কমনওয়েলথ জেনারেল সেক্রেটারি নির্বাচিত হবেন।

আফ্রিকার দেশগুলোর সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাণিজ্য উন্নয়নের বিপুল সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে তিনি পাট ও পাটজাত পণ্য এবং বস্ত্র সামগ্রীর কথা উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, আফ্রিকার দেশগুলো বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানি করতে পারে।

কমনওয়েলথ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এক সময় এই সংগঠনটি নিষ্ক্রিয় ছিল। কিন্তু সম্প্রতি এটি সক্রিয় হয়েছে। বিনিয়োগ ও মানবসম্পদ প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কমনওয়েলথ মহাসচিব পদে যোগ্য নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC