April 27, 2024, 2:31 am
সর্বশেষ:

ফরিদপুরে নিজের বাড়ি হামলার ঘটনায় পুলিশ বাদি মামলা

  • Last update: Wednesday, May 26, 2021

ফরিদপুর জেলা প্রতিনিধি: জমি সংক্রান্তের জের ধরে বাড়ি ঘরে হামলা ও অগ্নিসংযোগসহ লুটপাট করে নিয়ে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগি ফরিদপুরের ভাংঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃত নুর মো: তালুকদার এর পুত্র মো: সিরাজ তালুকদার (৬১) সহ তার বাড়ির হামলাকারিদের নামে পুলিশ বাদি হয়ে একটি মিথ্যা মামলা দায়ের করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সিরাজ তালুকদারের অভিযোগ সুত্রে জানা যায়, সরকারি একটি খাস জমি নিয়ে একই এলাকার শেখ হাসিবুর,শেখ সাইদুর, শেখ নুরুল ইসলাম, শেখ জনির সাথে বিরোধ চলে আসছিল।

একপর্যায়ে উক্ত জমি উল্লেখিত ব্যাক্তিদ্বয় প্রভাব খাটিয়ে লিস নেওয়ার পর ঐ জমির মালিকানা আমরা ছেরে দেই। কিন্তু হঠাৎ করেই গত ১৮ মে আমাদের অনুপস্থিতিতে শেখ হাসিবুর,শেখ সাইদুর, শেখ নুরুল ইসলাম, শেখ জনিসহ অজ্ঞাতনামা আরো ১০০থেকে ১৫০ জন মানুষ দলবদ্ধ ভাবে আমার বাড়িতে হামলা করে এবং অগ্নিসংযোগ করে। এ ছাড়াও উক্ত হামলাকারি দল পেট্রল বোমা মেরে ৪ টি বিদ্যুতের মিটার, গ্যারেজে থাকা দুটি ১৫৫ সিসি ও ১৫০ সিসির ২ টি মোটরসাইকেল, একটি খোয়া ভাংঙ্গা মেশিন, অটোচালিত দুটি ভ্যান, গ্যারেজসহ আগুন দিয়ে পুড়িয়ে ভস্মিভুত করে। এ সময় তারা ঘরে ঢুকে ১ টি ফ্রিজ, কম্পিউটার, সোকেজসহ আলমারি ভেঙ্গে নগত ৫৫ হাজার টাকা,ওয়াড্রফ ভেঙ্গে ৬.৫০ ভড়ি যার আনুমানিক মুল্য প্রায় ৩ লাখ ৮০ হাজার টাকা মুল্যের স্বর্নালংকার লুট করে নিয়ে যায় উক্ত হামলাকারি দল। এ ছাড়াও আমার চাচাতো ভাইদের ৫ টি ঘর ও দুটি দোকান কুপিয়ে সকল জিনিস পত্র লুট করে নিয়ে যায়। সিরাজ তালুকদার বলেন উক্ত সংবাদ পেয়ে আমি বাড়িতে যাওয়ার পর দেখি ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে এসেছে। পরবর্তিতে আমাদের বাড়ি পেট্রল বোমা দিয়ে অংগ্নিসংযোগ, ও লুটপাটের ঘটনায় মামলা করার জন্য উদ্যোগ গ্রহন করলে জানা যায়, ভাঙ্গা থানার এসআই মো: আমিনুল ইসলাম বাদি হয়ে ভুক্তভোগী আমি ও হামলাকারিসহ ৫১ জনের নামে একটি মামলা দায়ের করে। উক্ত মামলায় আমার একটি বাহিনী ও প্রতিপক্ষের একটি বাহীনি উল্লেখ করে পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে আমাকেসহ অন্যান্যদের নামে মামলা রুজু করা হয়।

সিরাজ বলেন আমার অনুপস্থিতিতে নিজের বাড়ি হামলার ঘটনায় কিভাবে আমি নিজেই আসামী হই, তা আমার বোধগম্য নয়। তাছাড়া ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না, আমার কোন বাহিনী নেই। লোকমারফত জানতে পেরে বাড়িতে এসে দেখি ঘটনাস্থল নিয়ন্ত্রনে এনেছে পুলিশ। পরবর্তিতে ভাংঙ্গা থানায় মামলা করতে না পেরে ফরিদপুর বিজ্ঞ আদালতে একটি সিআর মামলা করা হয়, যার নং- ১৫৩/২১, তাং- ২৪-৫-২০২১। সিরাজ বলেন আমাদের বাড়ি ঘর হামলার ঘটনার সুষ্ঠ তদন্ত পুর্বক প্রকৃত দোষীদের আইনের আওতায় আনাসহআমাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় হস্তক্ষেপ কামনা করছি।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC