May 7, 2024, 3:33 pm
সর্বশেষ:
সাতকানিয়ার রাজিয়া হত্যার প্রধান আসামী ফারুখ র‌্যাবের হাতে গ্রেফতার মৌলভীবাজার আদালত প্রাঙ্গণে “ন্যায়কুঞ্জ” উদ্বোধন করেন প্রধান বিচারপতি আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালী লবন শ্রমিক কল্যান ইউনিয়নের আলোচনা সভা ও র‌্যালী আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালীতে রিক্সা শ্রমিকদের আলোচনা সভা ও র‌্যালী রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চুয়াডাঙ্গায় সোনারগাঁয়ে বেপরোয়া মহিউদ্দিন পেপার মিলস, বিলিং ঘর ধসে পড়ে ১০ লাখ টাকার ক্ষতি আলফাডাঙ্গায় বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় বান্দরবানের ট্রাস্ট ব্যাংকের পাশে আগুন,পুড়ে ছাই দোকান ও বসতঘর           শ্রীমঙ্গল মহিলা ভাইস-চেয়ারম্যান এর বিরুদ্ধে সম্পত্তি জবর দখলের অভিযোগ বাজারে ধানের দাম কম, শ্রমিকের মজুরি বেশি

নিলামে সর্বোচ্চ মূল্য সাবারি গ্ৰীন টি

  • Last update: Thursday, October 13, 2022

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে চলতি অর্থ বছরের ১২তম চা নিলাম সম্পন্ন হয়েছে। এবারের চা নিলামে সাবারি টি প্লান্টেশন এর গ্রীনটি সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে। এর নিলাম মূল্য ছিল ১ হাজার ৫শ’৬০ টাকা।

অদ্য বুধবার (১২ অক্টোবর) সকাল ৮ টা থেকে শুরু হওয়া দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার শ্রীমঙ্গলস্থ খাঁন টাওয়ারে অনুষ্ঠিত এ নিলামে প্রায় দেড় লাখ কেজি চা নিলামে তোলা হয়। এর মধ্যে প্রায় ৮০শতাংশ চা বিক্রি হয়েছে বলে জানান, শ্রীমঙ্গল টি ব্রোকার্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মো. হেলাল মিয়া।

অনুষ্ঠিত নিলামে চট্রগ্রামসসহ দেশের নানা প্রান্ত থেকে ১২টি ব্রোকার্স হাউজ, ক্রেতা, বিক্রয় প্রতিনিধি ও ‘টি ট্রেডার্স অ্যান্ড প্ল্যান্টারস অ্যাসোসিয়েশন অংশ নেন নিলাম অনুষ্ঠানে।
এতে প্রায় দেড় কোটি টাকার চা বেচাকেনা সম্পন্ন হয়।
বুধবারের ১২ তম নিলামে মৌলভীবাজারের কমলগঞ্জের সাবারি টি প্লান্টেশন এর সাবারি গ্রীন টি উৎকৃষ্ট ও গুনগত মানের হওয়ায় সর্বোচ্চ প্রতি কেজি ১ হাজার ৫শ’ ৬০ টাকা দরে বিক্রি হয়। নিলামে এই গ্রীন টি অপারিং করে শ্রীমঙ্গল টি ব্রোকার্স লিঃ। শ্রীমঙ্গলের চা ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আলমগীর টি হাউস এই চা ক্রয় করে। এর মধ্যে দিয়ে গুনগত ও মান সম্পন্ন চা তৈরিতে সাবারি টি প্লান্টেশন চায়ের বাজারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচেন হয়েছে বলে মনে করছেন চা সংশ্লিষ্টরা ব্যক্তিবর্গরা।

এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় দেশের চা উৎপাদন বৃদ্ধি পেয়েছে, যার ফলে প্রতি নিলামে চা পাতা উত্তোলন ও বিক্রি বৃদ্ধি হওয়ার আশাবাদী হয়ে উঠেছেন চা সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, দেশের ১৬৭ চা বাগানের মধ্যে শুধু মৌলভীবাজারেই রয়েছে ৯২টি চা বাগান। এ অঞ্চলের উৎপাদিত চা কয়েক বছর আগেও চট্রগ্রামের নিলাম কেন্দ্রে নিয়ে বিক্রি করতে হতো। ২০১৭ সালের ৮ ডিসেম্বর শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র উদ্বোধনের মধ্যে দিয়ে ২০১৮ সালে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অন্যদিকে পরিমিত বৃষ্টি ও আদ্রতা অনুকূলে থাকায় মৌলভীবাজারে চা উৎপাদন বৃদ্ধি পেয়েছে। একই সাথে শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্র স্থাপন হওয়ায় এ জাতীয় ভিন্নমাত্রার চা গুলো ক্রেতাদের সামনে উপস্থাপন করার সুযোগ সৃষ্টি হয়েছে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC