April 26, 2024, 10:49 pm
সর্বশেষ:

দুবাই এক্সপোতে স্বর্ণে লেখা কুরআন প্রদর্শিত হবে ২৪ জানুয়ারি

  • Last update: Wednesday, January 19, 2022

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান দুবাই এক্সপোতে প্রদর্শিত হবে স্বর্ণে লেখা বিশ্বের সর্ববৃহৎ কুরআন কারিম। ২৪ জানুয়ারি মেলায় আগত দর্শনার্থীদের এটি প্রদর্শন করানো হবে।

বুধবার আমিরাতের দৈনিক খালিজ টাইমসের সূত্রে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

খবরে জানানো হয়, আগামী ২৪ জানুয়ারি আন্তর্জাতিক প্রদর্শনী দুবাই এক্সপোর পাকিস্তানি প্যাভিলিয়নে পবিত্র কুরআনের ওই পাণ্ডুলিপির সুরা আর-রহমানের অংশ প্রদর্শন করা হবে।

দুবাইয়ে বাস করা পাকিস্তানি শিল্পী ও পাণ্ডুলিপিটির অন্যতম প্রস্তুতকারী শাহিদ রাসসাম এটি প্রদর্শন করাবেন।

শাহিদ রাসসামের তৈরি পবিত্র কুরআনের ওই পাণ্ডুলিপিটি দৈর্ঘ্যে ৮.৫ ফুট ও প্রস্থে ৬.৫ ফুট।

বিগত ১৪ শ’ বছরের ইসলামি ইতিহাসে তিনিই সর্বপ্রথম অ্যালুমিনিয়াম ও স্বর্ণের ব্যবহারে এত বড় কুরআন লিখলেন।

শাহিদ রাসসাম খালিজ টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, কুরআন কারিমের এ প্রদর্শনী শুধু বিশ্বের বড় আয়োজনই নয়; বরং এটি একটি অনন্য প্রদর্শনী অনুষ্ঠান হবে। এ জন্য যে এটি কালির বদলে স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে।

তিনি বলেন, ‘১৫৮৫টি অক্ষর, ৩৫২ শব্দ, ৭৮ আয়াত এবং তিন রুকু বিশিষ্ট সুরা আর রাহমানকে ক্যানভাসের ওপর স্বর্ণ ও অ্যালুমিনিয়াম দিয়ে লেখা হয়েছে। শুধু সুরা আর রহমানেই ১৫ কেজি অ্যালুমিনিয়াম ও এক কেজি স্বর্ণ ব্যবহার করা হয়েছে।’

সম্পূর্ণ কুরআনটি তৈরিতে শিল্পী, চিত্রকর, ক্যালিওগ্রাফার এবং ডিজাইনার মিলিয়ে মোট দুই শ’ মানুষের অক্লান্ত পরিশ্রমে চার মাসে তৈরি করা হয়েছে বলে জানান শাহিদ রাসসাম।

তিনি জানিয়েছেন, মোট ৬টি পৃষ্ঠায় সুরা আর রহমান লিপিবদ্ধ করা হয়েছে। প্রথম দুই পৃষ্ঠায় পাঁচটি করে লাইন এবং অন্য চারটি পৃষ্ঠায় দশ লাইন করে। অর্থাৎ পুরো ৫০ লাইনে সুরা আর রহমান সমাপ্ত করা হয়েছে।

সূত্র : জিও নিউজ

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC