May 8, 2024, 10:35 pm
সর্বশেষ:
উপজেলা নির্বাচনে প্রার্থী হতে ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ সাতকানিয়ার রাজিয়া হত্যার প্রধান আসামী ফারুখ র‌্যাবের হাতে গ্রেফতার মৌলভীবাজার আদালত প্রাঙ্গণে “ন্যায়কুঞ্জ” উদ্বোধন করেন প্রধান বিচারপতি আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালী লবন শ্রমিক কল্যান ইউনিয়নের আলোচনা সভা ও র‌্যালী আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালীতে রিক্সা শ্রমিকদের আলোচনা সভা ও র‌্যালী রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চুয়াডাঙ্গায় সোনারগাঁয়ে বেপরোয়া মহিউদ্দিন পেপার মিলস, বিলিং ঘর ধসে পড়ে ১০ লাখ টাকার ক্ষতি আলফাডাঙ্গায় বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় বান্দরবানের ট্রাস্ট ব্যাংকের পাশে আগুন,পুড়ে ছাই দোকান ও বসতঘর           শ্রীমঙ্গল মহিলা ভাইস-চেয়ারম্যান এর বিরুদ্ধে সম্পত্তি জবর দখলের অভিযোগ

দুবাই এক্সপোতে সুর্ণখচিত বিশ্বের প্রথম ও বৃহৎ কোরআন প্রদর্শন

  • Last update: Tuesday, January 25, 2022

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্য মেলার এক্সপোতে অ্যালুমিনিয়াম ও স্বর্ণখচিত বিশ্বের সর্ববৃহৎ পবিত্র কোরআন প্রদর্শন করা হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) পাকিস্তানি প্যাভিলিয়নে ওই পাণ্ডুলিপির সুরা আর রহমানের অংশ প্রদর্শন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা আবদুল রাজাক দাউদ, আমিরাতের পাকিস্তানের রাষ্ট্রদূত আফজাল মাহমুদ, এক্সপোর ঊর্ধ্বতন কর্মকর্তারা, কূটনীতিক এবং করপোরেট এক্সিকিউটিভসহ আরও অনেকে।

পুরস্কারপ্রাপ্ত পাকিস্তানি-কানাডিয়ান শিল্পী শহীদ রাসাম ইসলামের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম এবং সোনার ধাতুপট্টাবৃত স্ক্রিপ্টসহ একটি ক্যানভাসে সূরা আর রহমান কাস্ট প্রদর্শন করেন।

শাহিদ রাসসাম এক সাক্ষাৎকারে বলেন, কোরআনের এ প্রদর্শনী শুধু বিশ্বের বড় আয়োজনই নয়; বরং এটি একটি অনন্য প্রদর্শনী হতে যাচ্ছে, কেননা কালির বদলে স্বর্ণ দিয়ে এটি লেখা হয়েছে।

তিনি বলেন, ১ হাজার ৫৮৫টি অক্ষর, ৩৫২ শব্দ, ৭৮ আয়াত এবং তিন রুকু বিশিষ্ট সুরা আর রহমানকে ক্যানভাসের ওপর স্বর্ণ ও অ্যালুমিনিয়াম দিয়ে লেখা হয়েছে। শুধু সুরা আর রহমানেই ১৫ কেজি অ্যালুমিনিয়াম ও এক, কেজি স্বর্ণ ব্যবহার করা হয়েছে।

সম্পূর্ণ কোরআন লিখতে শিল্পী, চিত্রকর, ক্যালিওগ্রাফার ও ডিজাইনার মিলিয়ে মোট দুইশ জন চার মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন বলে তিনি জানান।

শাহিদ রাসসাম জানিয়েছেন, মোট ছয়টি পৃষ্ঠায় সুরা আর রহমান লিপিবদ্ধ করা হয়েছে। প্রথম দুই পৃষ্ঠায় পাঁচটি করে লাইন এবং অন্য চারটি পৃষ্ঠায় দশ লাইন করে রাখা হয়েছে। পুরো ৫০ লাইনে সুরা আর রহমান সমাপ্ত করা হয়েছে।

দুবাইয়ের উদ্যোক্তা ও স্থানীয় করপোরেট নেতা ইরফান মুস্তাফা প্রকল্পটির পৃষ্ঠপোষকতা করেছিলেন এবং রাসসামের সঙ্গে এক্সপোতে কাজ ভাগাভাগি করতে রাজি করেছিলেন।

তিনি পাকিস্তানি শিল্পীর মানসম্পন্ন কাজের প্রশংসা করেন এবং বলেন, কোরআন প্রকল্পটি এক্সপো দুবাইতে একটি ভালো সংযোজন হচ্ছে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC