May 8, 2024, 12:30 am
সর্বশেষ:
উপজেলা নির্বাচনে প্রার্থী হতে ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ সাতকানিয়ার রাজিয়া হত্যার প্রধান আসামী ফারুখ র‌্যাবের হাতে গ্রেফতার মৌলভীবাজার আদালত প্রাঙ্গণে “ন্যায়কুঞ্জ” উদ্বোধন করেন প্রধান বিচারপতি আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালী লবন শ্রমিক কল্যান ইউনিয়নের আলোচনা সভা ও র‌্যালী আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালীতে রিক্সা শ্রমিকদের আলোচনা সভা ও র‌্যালী রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চুয়াডাঙ্গায় সোনারগাঁয়ে বেপরোয়া মহিউদ্দিন পেপার মিলস, বিলিং ঘর ধসে পড়ে ১০ লাখ টাকার ক্ষতি আলফাডাঙ্গায় বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় বান্দরবানের ট্রাস্ট ব্যাংকের পাশে আগুন,পুড়ে ছাই দোকান ও বসতঘর           শ্রীমঙ্গল মহিলা ভাইস-চেয়ারম্যান এর বিরুদ্ধে সম্পত্তি জবর দখলের অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় জামায়াতের নিন্দা

  • Last update: Tuesday, February 6, 2024

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘দেশে জানমাল, ইজ্জত-আব্রুর কোনো নিরাপত্তা নেই। ৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক দম্পত্তিকে ডেকে এনে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনানুগ শাস্তি প্রদানের আহ্বান জানাচ্ছি।’

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে মাগুরা জেলা জামায়াতের উদ্যোগে জেলা আমির এম বি বাকেরের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা সাঈদ আহমাদের সঞ্চালনায় ভার্চুয়ালি সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘বাংলাদেশে মানবাধিকার আজ ভূলুণ্ঠিত। জনগণকে কথা বলতে দেয়া হচ্ছে না। মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। দেশের অর্থনৈতিক ব্যবস্থা পঙ্গু করে দেয়া হয়েছে। দেশে কোরআনের বিধান চালু নেই। নাগরিকগণ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। কোরআনের বিধান চালু হলে মানুষ প্রাপ্য অধিকার ফিরে পাবে। মানুষের অধিকার নিশ্চিত করার জন্য ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। আর এজন্য আমাদেরকে জান ও মাল দিয়ে কাজ করতে হবে। কোরআনের বিধান প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মানবজাতির প্রকৃত শান্তি সম্ভব নয়। এজন্য প্রত্যেক সহযোগীকে ঘরে ঘরে কোরআনের বিধান প্রতিষ্ঠা করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান এবং উন্নত-সুখী-সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্যে সহযোগী সদস্যদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য এর কোনো বিকল্প নেই। তবে আধুনিকতার নামে জাহিলিয়াতের মধ্যে নিজেদেরকে নিমজ্জিত করা যাবে না। ইসলাম হলো পরিপূর্ণ জীবনব্যবস্থা। ইসলামের মধ্যে থেকেই আমাদের জীবনকে সাজাতে হবে।’

ভারপ্রাপ্ত আমিরে জামায়াত আরো বলেন, ‘সহযোগী সদস্যদেরকে মানোন্নয়ন করে ধারাবাহিকভাবে কর্মী ও রুকন মানে উন্নীত হতে হবে। পরিবারের সকল সদস্য ও আত্মীয়-স্বজনকে সংগঠনভূক্ত করার আপ্রাণ চেষ্টা করতে হবে। আমাদেরকে আখিরাতমুখী জীবনযাপন করতে হবে। জামায়াতে নামাজ আদায় করতে হবে। জনগণের সুখে-দুঃখে পাশে থাকতে হবে। বেশি বেশি সালামের প্রচলন ঘটাতে হবে। ঋণমুক্ত জীবনযাপন করতে হবে।’

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন এবং অঞ্চল টিম সদস্য, মাগুরা জেলা জামায়াতের সাবেক আমির আব্দুল মতিন।

মোবারক হোসাইন বলেন, ‘সহযোগী সদস্যদের আমানত খিয়ানত করা যাবে না। ওয়াদা পালন করতে হবে। তাদের কথা ও কাজে মিল থাকতে হবে। সর্বোপরি নিজেদেরকে কোরআনে বর্ণিত মুমিনদের চারিত্রিক বৈশিষ্ট্য ও নৈতিকতা সম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা উত্তরের আমির অধ্যাপক ফারুক হুসাইন, মোহাম্মদপুর উপজেলা আমির মাওলানা কবীর হুসাইন, শালিখা উপজেলা আমির মাওলানা আলমগীর হোসেন, শ্রীপুর উপজেলা আমির অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান ও সদর উপজেলা দক্ষিণের আমির মাওলানা কাজী শফিকুর রহমান প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC