May 8, 2024, 10:02 am
সর্বশেষ:
উপজেলা নির্বাচনে প্রার্থী হতে ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ সাতকানিয়ার রাজিয়া হত্যার প্রধান আসামী ফারুখ র‌্যাবের হাতে গ্রেফতার মৌলভীবাজার আদালত প্রাঙ্গণে “ন্যায়কুঞ্জ” উদ্বোধন করেন প্রধান বিচারপতি আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালী লবন শ্রমিক কল্যান ইউনিয়নের আলোচনা সভা ও র‌্যালী আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালীতে রিক্সা শ্রমিকদের আলোচনা সভা ও র‌্যালী রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চুয়াডাঙ্গায় সোনারগাঁয়ে বেপরোয়া মহিউদ্দিন পেপার মিলস, বিলিং ঘর ধসে পড়ে ১০ লাখ টাকার ক্ষতি আলফাডাঙ্গায় বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় বান্দরবানের ট্রাস্ট ব্যাংকের পাশে আগুন,পুড়ে ছাই দোকান ও বসতঘর           শ্রীমঙ্গল মহিলা ভাইস-চেয়ারম্যান এর বিরুদ্ধে সম্পত্তি জবর দখলের অভিযোগ

জাতিসংঘ তো নামকাওয়াস্তে, কোনো কার্যকারিতা নাই: ওবায়দুল কাদের

  • Last update: Thursday, November 2, 2023

বাংলাদেশ নিয়ে এখন জাতিসংঘের মাথা ঘামানোর সময় নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, জাতিসংঘ তো নামকাওয়াস্তে। জাতিসংঘের কোনো কার্যকারিতা তো নাই বাস্তবে। ভালো ভালো কিছু কথা বলা ছাড়া আর কোথাও কোনো ভূমিকা আছে বলে জানা নেই।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

২৮ অক্টোবরের রাজনৈতিক সহিংসতা নিয়ে জাতিসংঘের দেওয়া বিবৃতির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘জাতিসংঘের বিবৃতিতে বোঝা যায় দে হ্যাভ বিন মিসলিড। আমরা বলতে চাই জাতিসংঘের আসলে এখন বাংলাদেশ নিয়ে মাথা ঘামানোর সময় নয়।’

তিনি বলেন, ‘সুদান দেশটা আরও দুই ভাগ হয়ে যাচ্ছে। আজকে ফিলিস্তিনে কী হচ্ছে? জাতিসংঘের কথা কেউ শুনে? আজকে গাজায় যা হচ্ছে জাতিসংঘের একটি কথা কেউ শুনছে কি না? জাতিসংঘ তো নামকাওয়াস্তে। জাতিসংঘের কোনো কার্যকারিতা তো নাই বাস্তবে। বাংলাদেশের ইলেকশন নিয়ে বিভিন্ন রকম ইনফরমেশন যেতে পারে, এটাতে তো তাদের কোনো ক্ষতি হচ্ছে না। তাদের আসল দায়িত্বটা তারা তো পালন করতে পারছেন না।’

ইউক্রেনে তারা কিছু শব্দচয়ন করে সুন্দর সুন্দর কথা বলেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘ক্লাইমেট চেইঞ্জের অবনতি ঘটছে। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল মাঝে মধ্যে সুন্দর ভাষায় আপন মনে মাধুরি মিশিয়ে ভালো-ভালো কথা বলেন। এ ছাড়া জাতিসংঘের আর কোথাও তো কোনো ভূমিকা আছে বলে জানা নেই। বাংলাদেশ নিয়ে তারা মাথা ঘামাচ্ছে, আমরা অনেক ভালো আছি।’

বিএনপিবিহীন আরেকটি নির্বাচনের দিকে দেশ এগুচ্ছে কি না— জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আই ডোন্ট নো। বিএনপির অধিকার ইলেকশন করার, তারা না করলে করবে না। আমার কথা হলো বাংলাদেশের সংবিধান পরিবর্তন হচ্ছে না। সংবিধান যেভাবে বলেছে আমাদের ইলেকশন সেভাবে হবে, গণতন্ত্র ঠিক সেভাবে চলবে, এতে কে আসলো কে আসলো না দ্যাট ডাজেন্ট ম্যাটার।’

বিএনপিকে ছাড়া নির্বাচন হলে দেশে-বিদেশে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কি না— এমন এক প্রশ্নের জবাবে আ.লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘স্পেস দেন, সময় আসুক। বিএনপি না এলে আমরা কি তাদের জোর করে আনব? বিএনপি না এলে সংবিধান অবজ্ঞা করে নির্বাচন করব না, গণতান্ত্রিক প্রক্রিয়া চালু থাকবে না— এটা কেমন কথা, এটা হতে পারে না। সেটিকে যারা প্রশ্নবিদ্ধ বলেন তারা বলতে পারেন।’

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC