May 3, 2024, 1:28 am
সর্বশেষ:
আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালী লবন শ্রমিক কল্যান ইউনিয়নের আলোচনা সভা ও র‌্যালী আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালীতে রিক্সা শ্রমিকদের আলোচনা সভা ও র‌্যালী রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চুয়াডাঙ্গায় সোনারগাঁয়ে বেপরোয়া মহিউদ্দিন পেপার মিলস, বিলিং ঘর ধসে পড়ে ১০ লাখ টাকার ক্ষতি আলফাডাঙ্গায় বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় বান্দরবানের ট্রাস্ট ব্যাংকের পাশে আগুন,পুড়ে ছাই দোকান ও বসতঘর           শ্রীমঙ্গল মহিলা ভাইস-চেয়ারম্যান এর বিরুদ্ধে সম্পত্তি জবর দখলের অভিযোগ বাজারে ধানের দাম কম, শ্রমিকের মজুরি বেশি সাতক্ষীরা তালা উপজেলার তরুণ প্রজন্ম অনলাইন জুয়ায় আসক্ত সাংবাদিকদের সাথে বান্দরবানে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময় সভা

চুয়াডাঙ্গার উথলী যুব সমাজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • Last update: Friday, October 27, 2023

আহাম্মদ সগীর, চুয়াডাঙ্গা প্রতিনিধি: ‘উথলী ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। খেলায় আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থাকে ২-০ গোলে হারিয়ে রতিরামপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শুক্রবার (২৭শে অক্টোবর ২০২৩ খ্রি.) বিকালে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ঐহিত্যবাহী উথলী হাইস্কুল ফুটবল মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উদ্বোধন এবং পুরো খেলা উপভোগ শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজি আলী আজগার টগর। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহাম্মদ প্রদীপের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন, উথলী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান পিল্টু, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক সালাউদ্দীন কাজল, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিল্টু, উথলী ইউনিয়ন পরিষদের সদস্য মঈনুল হাসান, জাহাঙ্গীর আলম, আব্দুস সাত্তার, আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান লুতু, আতিকুর রহমান, আবুল কালাম কলম, আলমগীর হোসেন, আবু জাফর, আহসান হেলা, হাবিবুর রহমান, জীবননগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উথলী ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনিসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

ফাইনাল ম্যাচে জোড়া গোল করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রতিরামপুর ফুটবল একাদশের ৭৫নং জার্সিধারী খেলোয়াড় বিপ্লব। রেফারির দায়িত্ব পালন করেন আবু রেহান। সহকারী রেফারি ছিলেন লিটা হাসান ও আব্দুস সবুর। হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত হয়ে ফাইনাল খেলাটি উপভোগ করেন। খেলা শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই দর্শকদের উপস্থিতিতে মাঠের পারপাশ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এছাড়া অনেক দর্শক মাঠের পাশের বিদ্যালয়ের ভবনের ছাদ ও গাছের ডালে বসে খেলাটি উপভোগ করেন। পুরো টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অক্লান্ত পরিশ্রম করেন উথলী যুবসমাজের সদস্যরা।

উল্লেখ্য, উথলী যুবসমাজের আয়োজনে গত ২৩শে আগস্ট ২০২৩ খ্রি. তারিখ বিকালে উথলী হাইস্কুল ফুটবল মাঠে ১৬ দলের অংশগ্রহণে নকআউট ভিত্তিক ‘উথলী ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকালে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে ৪০ হাজার টাকা এবং রানার্স আপ দল ৩০ হাজার টাকা লাভ করেন। এছাড়া ট্রফিসহ উভয় দলের খেলোয়াড়দের হাতে অন্যান্য পুরস্কার তুলে দেওয়া হয়।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC