April 27, 2024, 5:34 am
সর্বশেষ:

চট্টগ্রামে গাউসিয়া কমিটির ভ্রাম্যমাণ মরদেহ গোসলখানার উদ্বোধন

  • Last update: Wednesday, August 25, 2021

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গাউসিয়া কমিটি বাংলাদেশ নির্মিত একটি অত্যাধুনিক মানের ‘মৃত ব্যাক্তির গোসল খানা’ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মুহাম্মদ কামরুল হাসান এনডিসি বলেন, দেশে-দেশে করোনায় মৃত ব্যাক্তির প্রতি অমানবিক আচরণ করা হয়েছে। এহেন ন্যাক্কারজনক ব্যর্থতায় বাংলাদেশে করোনা মহামারীর শুরু থেকে গাউসিয়া কমিটির কর্মীরা জীবনবাজি রেখে মানবতার সেবায় নিবেদিত আছেন। ভুলুন্ঠিত মানবতা পুণঃরুদ্ধারে গাউসিয়া কমিটির মানবিক সেবা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে উল্লেখ করে গাউসিয়া কমিটির উদ্ভাবিত ভ্রাম্যমাণ মুর্দা গোসলখানা বাংলাদেশে মানবিক সেবা ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মন্তব্য করেন।

তিনি এ মহৎ পুণ্যময় কাজে অংশগ্রহণ ও সহযোগিতায় এগিয়ে আসতে সর্বসাধারণের প্রতি আহবান জানান।
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোদন অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মুহাম্মদ কামরুল হাসান এনডিসি, বিশেষ মেহমান ছিলেন চট্টগ্রামের মাননীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ মিজানুর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসক মুহাম্মদ মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ মুহাম্মদ জাকারিয়া, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. ইফতেখার সাইমুল চৌধুরী। অনুষ্ঠানে গাউসিয়া কমিটি বাংলাদেশ’র করোনা রোগী সেবা ও মৃত কাফন-দাফন কর্মসূচির প্রধান সমন্বয়ক আলহাজ্ব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার। তিনি করোনা কালে মৃত ব্যাক্তির লাশ গোসল কাফন -দাফনের বিড়ম্বনার শিকার হয়ে এ মহৎ মানবিক কাজের বোধোদয় হয় বলে জানান। জাপানি ইসুজু ব্রান্ডের হাইরুপ একটি এম্বুল্যান্সে মুর্দা গোসলের যাবতীয় সুযোগ- সুবিধা সম্বলিত এ ভ্রাম্যমান মরদেহ গোসলখানা বাংলাদেশে প্রথম সংযোজন বলে গাউসিয়া কমিটির পক্ষ থেকে জানান হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সালাহউদ্দিন আজিজ, ইউএইর দুবাই গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা ফজলুল কবির চৌধুরী, গাউসিয়া কমিটির করোনা রোগী সেবা ও মৃত কাফন-দাফন কর্মসূচির সদস্য অধ্যক্ষ আবু তালেব বেলাল, আলহাজ মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, আলহাজ্ব আহসান হাবিব চৌধুরী হাসান, মুহাম্মদ এরশাদ খতিবী, মাওলানা আব্দুল মালেক, লায়ন্স ক্লাব অব চিটাগাং’ প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন আবু নাসের রনি, আইনজীবী গাউসিয়া কমিটির সভাপতি এড. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক এড. ফয়েজ উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এড. দিদারে আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ মুহাম্মদ সালাহউদ্দিন প্রমুখ।

পরিশেষে, ফিতা কেটে ও মুনাজাতের মাধ্যমে ভ্রাম্যমাণ মুর্দা গোসলখানার শুভ উদ্বোধন করা হয়।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC