April 26, 2024, 7:09 pm
সর্বশেষ:

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  • Last update: Saturday, September 4, 2021

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তে বিএসএফ’র গুলিতে সহিবর রহমান (৪০) নামে এক বাংলাদেশি নিহত হওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) মধ্যরাত ১টার দিকে উপজেলার কাউনিয়ার চর গ্রামের ১০৫৪ আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে তিনি গুলিবিদ্ধ হন। নিহত সহিবর রহমান একই ইউনিয়নের আমবাড়ী গ্রামের এরাজ আলীর পুত্র। সে কাউনিয়রচরে শশুর বাড়ীতে অবস্থান করছিল।

স্থানীয়রা জানায়, মাঝরাতে গরু পারাপারের সময় ভারতীয় দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে সহিবর রহমান নামে স্থানীয় একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তার লাশ বাড়ীতে আনা হয়েছে।

এদিকে কুড়িগ্রাম-৩৫ বিজিবি’র জামালপুর জিএস শাখা’র (আইসি) হাবিলদার সহকারী মুকিত জানান, রাত ১২টার সময় ৩-৪ রাউন্ড গুলির শব্দ পেয়ে দাঁতভাঙ্গা বিজিবি টহলদল সেখানে যায়। কিন্তু তারা সেখানে কাউকে দেখতে পায়নি।

রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছির বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অনুমান করা হচ্ছে বিএসএফ’র গুলিতে সহিবর রহমান নিহত হয়েছে। তার মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC