April 26, 2024, 1:10 pm
সর্বশেষ:
মোরেলগঞ্জে চোখে মরিচের গুড়ো ছিটিয়ে হামলা, ভাংচুর ও মারপিটে আহত-৪ মৌলভীবাজার জেলা বিএনপি’র সম্পাদক ও যুবদল সম্পাদক সহ ১৪ নেতাকর্মী কারাগারে বান্দরবানে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন ধর্ষন মামলায় ফের আটক আ’লীগ নেতা মুহিবুর লোহাগাড়ার ইউএনও`র সাথে লোহাগাড়া সাংবাদিক সমিতির নব গঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ সর্বজনীন পেনশন স্কিম সেবা প্রদানে বান্দরবানে হেল্প ডেক্স উদ্বোধন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন : শার্শায় তিন পদে ১১ প্রার্থীর মনোনয়ন জমা শার্শায় ৬টি সোনারবার উদ্ধার, আটক ১ সোনারগাঁ বারদী বাজারের ৫০ টাকার খাজনা ৫০০ টাকা মোরেলগঞ্জে অগ্রনী ব্যাংকের পিএলসি নতুন ভবনের উদ্বোধন

এক মিনিটের মধ্যে দুই ডোজ টিকা!

  • Last update: Wednesday, August 25, 2021

নেত্রকোনার মোহনগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জজ মিয়া (৩৯) নামে এক মুদি দোকানিকে এক মিনিটের মধ্যেই দুই ডোজ করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে।

টিকা নেওয়ার পরপরই জজ মিয়া আতঙ্কে রয়েছেন। টিকা গ্রহণের পর তাকে পর্যবেক্ষণে রাখা হয়নি। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ঘটনা ঘটেছে। ওই মুদি দোকানি পৌর শহরের আল মবিন রোডের বাসিন্দা।

টিকা গ্রহিতা জজ মিয়া বলেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলা (নতুন ভবন) টিকা নিতে যাই। টিকা পুশকারী সেকমো আলমগীর হোসেন প্রথমে আমার ডান হাতে একটি টিকা পুশ করেন। এরপর আমি চেয়ারটিতে বসেছিলাম। পরে ওই টিকা পুশকারী আমার ডান হাতের একই স্থানে আরও একটি টিকা দিয়ে দেন। এরপর আমি বাড়ি ফিরে আসি।

বিষয়টি জানাজানি হলে স্বাস্থ্য বিভাগ তৎপর হয়ে উঠে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেকে নিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন কর্মরত চিকিৎসকরা। এদিকে টিকা পুশকারী সেকমো আলমগীর হোসেনের মোবাইলে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর মোহাম্মদ শামছুল আলম বলেন, একসঙ্গে দুই ডোজ টিকা নেওয়া ব্যক্তি জজ মিয়ার অভিযোগ পেয়েছি। তাকে ডেকে এনে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আমার স্বাস্থ্যকর্মীকে ডেকে জিজ্ঞেস করেছি, সে দুই ডোজ টিকার কথা অস্বীকার করেছে। ওই ব্যক্তিকে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। কোনো সমস্যা হলে আমরা দেখব।

সদ্য যোগদান করা মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাব্বির আহম্মেদ আকুঞ্জি বলেন, বিষয়টি আমি শুনেছি, তবে ডাক্তাররাই ঘটনাটি ভালো বলতে পারবেন। এ বিষয়ে আমি তাদের সঙ্গে কথা বলব।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC