April 26, 2024, 9:58 am
সর্বশেষ:
মোরেলগঞ্জে চোখে মরিচের গুড়ো ছিটিয়ে হামলা, ভাংচুর ও মারপিটে আহত-৪ মৌলভীবাজার জেলা বিএনপি’র সম্পাদক ও যুবদল সম্পাদক সহ ১৪ নেতাকর্মী কারাগারে বান্দরবানে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন ধর্ষন মামলায় ফের আটক আ’লীগ নেতা মুহিবুর লোহাগাড়ার ইউএনও`র সাথে লোহাগাড়া সাংবাদিক সমিতির নব গঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ সর্বজনীন পেনশন স্কিম সেবা প্রদানে বান্দরবানে হেল্প ডেক্স উদ্বোধন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন : শার্শায় তিন পদে ১১ প্রার্থীর মনোনয়ন জমা শার্শায় ৬টি সোনারবার উদ্ধার, আটক ১ সোনারগাঁ বারদী বাজারের ৫০ টাকার খাজনা ৫০০ টাকা মোরেলগঞ্জে অগ্রনী ব্যাংকের পিএলসি নতুন ভবনের উদ্বোধন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি কক্ষ তালাবদ্ধ ৬ বছর; ভোগান্তিতে রোগীরা

  • Last update: Sunday, May 28, 2023

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে উন্নীত করে ৫০ শয্যায় করা হয় প্রায় বিগত ৫ বছর আগে। শয্যা বৃদ্ধির সাথে পদ পদবী সৃষ্টি হয়েছে ঠিকই। তবে কোনো বিভাগে বাড়ানো হয়নি লোকবল। বরং ৩১ শয্যাতেই যে চিকিৎসা সেবা রয়েছে তাতে ও ব্যাপক জনবল সংকট।

জনবল সংকট নিয়ে কোনোমতে ঘুড়িয়ে ঘুড়িয়ে চলছে চিকিৎসা সেবা। এই স্বাস্থ্য কমপ্লেক্সে দুই যুগেরও বেশী সময় ধরে নেই এক্স-রে টেকনিশিয়ান ও এমটি রেডিও গ্রাফার এর মত যন্ত্রাংশ। ফলে দুই যুগ ধরে পড়ে অযত্নে অবহেলায় থেকে নষ্ট হয়ে গেছে এক্স-রে মেশিন ও ডিজিটাল মেডিকেল ল্যাব। মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) না থাকায় ৬ বছর ধরে তালাবদ্ধ প্যাথলজি বিভাগের পরীক্ষাগার কক্ষ। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় নষ্ট হচ্ছে ওই বিভাগের লাখ লাক টাকার মূল্যবান যন্ত্রপাতি। অন্যদিকে সাধারণ এক্স-রে, ইউরিন পরীক্ষা, রক্ত, ব্লাড সুগার, ব্লাড গ্রুপিংসহ সাধারণ পরীক্ষা-নীরিক্ষা সেবা দিতে ও ব্যর্থ সরকারি এ হাসপাতালটি। এতে উপজেলার রোগীদের অতিরিক্ত টাকা খরচ করে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে এসব সেবা নিতে হচ্ছে। এদিকে প্রায় ৮ মাস ধরে চালকের অভাবে গ্যারেজবন্দী হয়ে রয়েছে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের সরকারি অ্যাম্বুলেন্সটিও। এতে স্থানান্তরের রোগীরা উন্নত চিকিৎসা নিতে সিলেট কিংবা অন্যান্য স্থানে সাশ্রয়ী মূল্যে যাতায়াতের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। আর এই সুযোগে ব্যক্তিগত মালিকানাধীন অ্যাম্বুলেন্স মালিকরা রোগীর স্বজনদের কাছ থেকে আদায় করে অতিরিক্ত ভাড়া। জানা গেছে, ৩১ শয্যার মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চরম জনবল সংকটের মধ্যেই ২০১৮ সালের ৪ঠা সেপ্টেম্বর সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও বর্তমান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি এ হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীতকরণ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্টের (ল্যাব) ডেপুটেশন জনিত কারণে ৬ বছর ধরে প্যাথলজি কক্ষে তালা ঝুলছে। ফলে এই বিভাগের পড়ে থাকা মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। সাধারণ পরীক্ষা-নীরিক্ষার জন্য রোগীদের ছুটতে হচ্ছে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে। গুনতে হয় অতিরিক্ত টাকা। বিগত ১৭ বছর ধরে শূন্য এমটি রেডিও গ্রাফারের পদ। এতে রোগিরা পাচ্ছে না কোনো ধরণের এক্স-রে পরীক্ষা করার সুবিধা। টেকনিশিয়ানের অভাবে প্রায় দুই যুগ ধরে পড়ে থেকে নষ্ট হয়ে গেছে ১২ লক্ষ টাকার নতুন এক্স-রে মেশিন। ৫০ শয্যার জনবল থাকা তো দুরের কথা, ৩১ শয্যায় ২৫টি নার্সের পদে কর্মরত মাত্র ১৫ জন। ৬ বছর ধরে ৫ জন পরিস্কার কর্মীর স্থলে মাত্র ১ জন পরিচ্ছন্নতা কর্মী দিয়ে পরিস্কারের কাজে রাখা হচ্ছে এই তাবদ হাসপাতাল। জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৫ লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবা

বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস বলেন, ‘জনবল সংকটের বিষয়টি প্রতি মাসেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এমটি ল্যাব ও এমটি রেডিওগ্রাফার নিয়োগের প্রক্রিয়া চলছে। আউটসোর্সিংয়ে চালক নিয়োগের প্রক্রিয়া চলমান আছে।’

সাধারণ মানুষের অভিযোগ তারা এই স্বাস্থ্য কমপ্লেক্সে দূর দূরান্ত থেকে আশা সেবা গ্ৰহীতারা চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এবিষয়ে মৌলভীবাজার জেলা সিভিল সার্জন চৌধুরী মোর্শেদ জালাল এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, রেড়িওলজিষ্ট ম্যান নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষা গ্ৰহন সম্পন্ন হয়েছে ও আউটসোর্সিংয়ে চালক ও নিয়োগের প্রক্রিয়া চলমান আছে।’ আশা করছি খুব শিগগিরই দুর্ভোগ থেকে মুক্তি পাবেন সাধারণ মানুষ।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC