April 26, 2024, 7:19 pm
সর্বশেষ:

আমিরাতে রাউজান সমিতির ঐতিহ্যবাহী মেজবান

  • Last update: Wednesday, January 25, 2023

সংযুক্ত আরব আমিরাতে চট্টগ্রাম জেলার রাউজান সমিতির ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবিএম ফজলে করিম চৌধুরী এমপির সৌজন্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মেজবান মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। সংগঠনের সভাপতি মুহাম্মদ খোরশেদ জামান খুরশেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের উপস্থাপনায় বাংলাদেশ থেকে টেলিফোনে উদ্বোধনী বক্তব্যে রাখেন সংগঠনের মুল উদ্যোক্তা রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির এবিএম ফজলে করিম চৌধুরী এমপি৷

বিশেষ অথিতি ছিলেন সিনিয়র প্রকৌশলী আবু জাফর চৌধুরী, ইফতেখার হোসেন বাবুল, আয়ূব আলি বাবুল সিআইপি, শেখ ফরিদ সিআইপি, সেলিম উদ্দিন চৌধুরী।

এসময় বক্তারা বলেন, স্থানীয় উন্নয়নে প্রবাসীরা সব সময় অগ্রণী ভুমিকা রাখেন। মেজবানের মাধ্যমে আজ যে মিলন মেলা হলো তাতে সবার মধ্যে আরও আন্তরিকতা সৃষ্টি হবে৷ রাউজানের প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে রাউজানকে রঙিন করবে।

উপস্থিত ছিলেন, মুহাম্মদ নজরুল ইসলাম, জুলফিকার ওসমান, জুলফিকার ওসমান, প্রকৌশলী মোহাম্মদ মোরশেদ চৌধুরী, আব্দুল মান্নান, ওয়াহেবুল মোস্তফা চৌধুরী, নাছিম উদ্দিন আকাশ, মোহাম্মদ আলম, মোহাম্মদ আলী, শাহাদাত হোসেন পলাশ, শফিউল আজিম সফু, মোহাম্মদ মনছুর, হানিফ সিকদার, জনি প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী বনভোজন খেলাধুলা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হয়৷

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC