April 27, 2024, 5:30 am
সর্বশেষ:

আমিরাতে একদিনে শনাক্ত ২৬৮৩, মৃত্যু ১ জনের

  • Last update: Thursday, January 13, 2022

সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৭ হাজার ৭৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২ হাজার ৬৮৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময় সুস্থ হয়েছেন ১ হাজার ১৩৫ জন, মারা গেছেন এক জন।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯৫ হাজার ৯৯৭ জন, মারা গেছেন ২ হাজার ১৮২ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৫৬ হাজার ৮০৫ জন।

সংযুক্ত আরব আমিরাতে ২০১৯ সালের ২৯ জানুয়ারি সর্বপ্রথম চীনের উহান থেকে আসা একটি পরিবারের শরীরে করোনা উপসর্গ ধরা পড়ে। আমিরাতে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছিল। তবে নতুন করে আবারো করোনা শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ায় চিন্তা বাড়ছে প্রবাসীদের। যারা দেশে গিয়েছিলেন, তাদের ফেরাও কঠিন হয়ে যাবে। ফ্লাইটের ভাড়া বেড়ে যাওয়াও তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিধিনিষেধে আরোপ হলে কর্মহীন হয়ে পড়তে পারেন, এ শঙ্কায় তাদের দিন কাটছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অন্যান্য রাজ্য থেকে প্রবেশ করতে নতুন নিয়ম ঘোষণা করেছে। এরইমধ্যে যারা টিকা নিয়েছেন, তাদের বেলায় আল-হোসেন অ্যাপে গ্রিন সিগন্যাল থাকতে হবে। যারা টিকা নেননি, তাদের ক্ষেত্রে ৯৬ ঘণ্টার মধ্যে করোনার নেগেটিভ সনদ দেখাতে হবে৷

ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এনসিইএমএ) তথ্য অনুযায়ী গত সাত দিনে কোভিড-১৯ এর মোট ২ লাখ ৬ হাজার ৯৫৭ ডোজ করোনার টিকা বাসিন্দাদের দেওয়া হয়েছে। এ পর্যন্ত ২২ মিলিয়নেরও বেশি ডোজ দেওয়া হয়েছে।

করোনা সুরক্ষায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে আমিরাত স্বাস্থ্য বিভাগ।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC