April 27, 2024, 1:32 am
সর্বশেষ:

আমিরাতের জাতীয় দিবস উদযাপন

  • Last update: Saturday, December 3, 2022

সংযুক্ত আরব আমিরাতে শুক্রবার (২ ডিসেম্বর) দেশটির ৫১তম জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
আমিরাতের জাতীয় দিবস উপলক্ষে আবুধাবি, দুবাই, শারজাহ্, রাস-আল-খাইমা, ফুজিরাহ, আল-আইনে সাজানো হয়েছে ভিন্নরূপে।

স্থানীয় অধিবাসীদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও নানা আয়োজনে দিনটি উদযাপন করেছে৷ আমিরাত প্রবাসীদের সংগঠন ‘বন্ধন’ গ্রুপের আয়োজনে ফ্যামিলি পিকনিকে সকাল ৯টায় বাংলাদেশ ও আমিরাতের পতাকা দিয়ে শতাধিক গাড়ি সাজিয়ে শোভাযাত্রা করে শারজাহ থেকে এম.এম.আই ফার্ম, আল শোয়াইব, আল আইন পৌঁছে৷ সেখানে দিনব্যাপী ছিল নানা আয়োজন৷ পতাকা র‍্যালি, জাতীয় সংগীত, ছোট-বড় সবার জন্য খেলাধুলা ও পুরস্কার বিতরণ ছিল উল্লেখযোগ্য।

শোভাযাত্রায় অংশ নিয়ে আমিরাত প্রবাসী ব্যবসায়ী রাজা মল্লিক বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত আমাদের দ্বিতীয় দেশ। এখানে আমাদের বাচ্চারা পড়ালেখা করে৷ আমিরাতের আইন কানুন মেনে আমরা ব্যবসা বানিজ্য ও চাকুরি করে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণ করে দেশের অর্থনীতিতে ভুমিকা রাখি। এই দেশের প্রতি আমাদের ভালোবাসার কমতি নেই৷ ভালোবাসার প্রকাশের জন্য এই আয়োজনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘

প্রবাসি নারী শেফালি আকতার আখি বলেন, ‘আমিরাত আমাদের আবেগ ও ভালোবাসার জায়গা৷ আরব আমিরাতের জাতীয় দিবসে শোভাযাত্রা ও দিনব্যাপী নানা আয়োজনে অংশ নিতে পেরে খুব ভালো লেগেছে। দুই দেশের বন্ধন ধরে রাখতে নিয়মিত এমন আয়োজন অব্যাহত রাখা উচিৎ।’

বন্ধন গ্রুপের অন্যতম সদস্য মুহাম্মদ নাজমুল হক বলেন, ‘আমাদের জন্মভূমি থেকে আমরা অনেক দূরে৷ আমিরাত আমাদের কর্মস্থল হওয়ায় দেশটির প্রতি সম্মান ও ভালোবাসা থেকেই মূলত বিগত ১০ বছর থেকে আমাদের এমন আয়োজন চলে আসছে। আমরা আমাদের মানসিক শান্তি ও দায়বদ্ধতা থেকে এই আয়োজন করি৷’

আয়োজনে ছিলেন, মোহাম্মদ নাজমুল, মিজানুর রহমান, মামুন রেজা, মামুনুর রশীদ, মফিজুর রহমান পিনকু, ইমাম হোসেন পারভেজ, কাজী ইসমাইল, মমতাজ আইয়ূব, লুবাবা শারমিন, আফরোজা পলি, জেরিন তামান্না, পপি পারভেজ।

এদিকে দেশের জাতীয় পতাকা দিয়ে অপূর্ব সাজে সাজানো হয়েছে আমিরাতের বড় বড় শপিং মল, প্রধান প্রধান সড়ক, সুউচ্চ বিল্ডিং, মাদ্রাসা, স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

এদিকে জাতীয় দিবস উপলক্ষে বেসরকারি তিন ও সরকারিভাবে চার দিনের ছুটি ঘোষণা করে আমিরাতের সরকার।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC