May 3, 2024, 1:14 am
সর্বশেষ:
আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালী লবন শ্রমিক কল্যান ইউনিয়নের আলোচনা সভা ও র‌্যালী আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালীতে রিক্সা শ্রমিকদের আলোচনা সভা ও র‌্যালী রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চুয়াডাঙ্গায় সোনারগাঁয়ে বেপরোয়া মহিউদ্দিন পেপার মিলস, বিলিং ঘর ধসে পড়ে ১০ লাখ টাকার ক্ষতি আলফাডাঙ্গায় বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় বান্দরবানের ট্রাস্ট ব্যাংকের পাশে আগুন,পুড়ে ছাই দোকান ও বসতঘর           শ্রীমঙ্গল মহিলা ভাইস-চেয়ারম্যান এর বিরুদ্ধে সম্পত্তি জবর দখলের অভিযোগ বাজারে ধানের দাম কম, শ্রমিকের মজুরি বেশি সাতক্ষীরা তালা উপজেলার তরুণ প্রজন্ম অনলাইন জুয়ায় আসক্ত সাংবাদিকদের সাথে বান্দরবানে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময় সভা

আত্মসমর্পনকৃত জলদস্যুদেরকে বাঁশখালীতে এনে ঈদ সামগ্রী উপহার দিল র‌্যাব

  • Last update: Tuesday, April 2, 2024

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ ২০১৮ ও ২০২০ সালে দক্ষিণ বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চল থেকে আত্মসমর্পণকৃত ৭৭ জন আলোর পথের অভিযাত্রীদের(সাবেক জলদস্যু) মাঝে র‌্যাব- এর মহাপরিচালকের পক্ষ থেকে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর’২৪ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ এবং তাদের বর্তমান জীবন যাপনের উপর বিশেষ মতবিনিময় সভার আয়োজন করেছেন র‌্যাব-৭ চট্টগ্রাম।

০২ এপ্রিল’২৪ ইং মঙ্গলবার সকাল ১১ টায় বাঁশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, র‌্যাব-৭ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাহবুব আলম, বিপিএম, পিপিএম, পিএসসি, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আব্দুল খালেক পাটোয়ারী, র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার মোঃ নূরুল আবছার, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ তোফায়েল আহমদ সহ র‌্যাব-৭ এর কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
র‌্যাব-৭ এর অধিনায়ক লেঃকর্নেল মাহবুবুর রহমান বিপিএম, পিপিএম, পিএসসি তার বক্তৃতায় বলেন, র‌্যাব-৭ চট্টগ্রামের বিশেষ অভিযান এবং কঠোর পর্যবেক্ষণের মাধ্যমে গত ২০১৮ সালের ৪৩ জন জলদস্যুকে আত্মসমর্পণ করাতে সক্ষম হয় এবং তাদের আত্মসমর্পণ পরবর্তী সময়ে র‌্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক বিভিন্ন সময়ে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে তারা স্বাভাবিক জীবন যাপন শুরু করে। আত্মসমর্পণকৃত জলদস্যুদের সমাজে স্বস্তির সাথে স্বাভাবিক জীবনযাপন ও র‌্যাবসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক সহযোগিতার মনোভাবের কথা বিবেচনা করে গত ২০২০ সালে র‌্যাব-৭, চট্টগ্রাম আরও ৩৪ জন জলদস্যুকে আত্মসমর্পণ করাতে সক্ষম হয়। র‌্যাব-৭, চট্টগ্রাম উল্লেখিত জলদস্যুদের আত্মসমর্পণের পর থেকে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানসহ বিভিন্ন সময়ে তাদেরকে ঈদ সামগ্রী উপহার এবং প্রণোদনা প্রদান করে থাকে। একই ধারাবাহিকতায় র‌্যাবের মহাপরিচালকের পক্ষ থেকে মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী এবং পেকুয়া উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণকৃত আলোর পথের অভিযাত্রীদের জন্য আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এ উপহার সামগ্রীর আয়োজন ও তাদের জিবন মান, সুখ দুঃখের খবরা খবর নিতে এ আয়োজন।

জলদস্যুতার বিপদজনক জগত থেকে যারা আলোর পথের যাত্রী হবে, তাদের সকলের পাশে র‌্যাব ফোর্সেস সবসময় সার্বিক সহযোগিতা নিয়ে পাশে থাকবে বলেও জানান তিনি।
র‌্যাব-৭ এর ঈদ উপহার সামগ্রী বিতরন ও আলোর পথে অভিযাত্রীদের সাথে মত বিনিময় সভায় আত্মসমর্পণকৃত জলদস্যুরা র‌্যাবের এরুপ কল্যাণমূলক কর্মকান্ডে সন্তুষ্টি প্রকাশ ও অপকর্ম থেকে ফিরে এসে সুন্দর ও স্বাভাবিকভাবে জীবনযাপনের অনুপ্রেরণা যোগানোর কথা প্রকাশ করে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC