মিনহজ দিপু কয়রা, খুলনা: ৭১’ এর ভয়াল ২৫ মার্চ গন হত্যা দিবস উপলক্ষে খুলনার কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মার্চ শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিএম তারিক-উজ জামানের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কয়রা উপজেলা কৃষি অফিসার আব্দুল আল মামুন,প্রকল্প বাস্তববায়ন কর্মকর্তা মামুনার রশীদ,অফিসার ইনচার্জ তদন্ত টিপু সুলতান, শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, প্রাণী সম্পদ অফিসার কাজী মস্তাকিম বিল্লাহ,।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের অফিসার এবং বিভিন্ন স্কুল কলেজের প্রাধান শিক্ষক ও শিক্ষার্থীরা।বক্তারা তাদের বক্তব্যে বলেন একাত্তরের ২৫ মার্চ ভয়াল কালো রাতের বর্ণনা করে বলেন,পশ্চিমা শাসক গোষ্ঠী নিরিহ বাঙালির উপর অতর্কিত হামলা চালিয়ে নির্বিচারে নির্যাতন করে।তারা মেতে ওঠে বাঙালি নিধন যজ্ঞে।সেই সাথে একাত্তরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা বিশদ বিবরণ করেন।