সোলায়মান হাসান: সোনারগাঁও উপজেলার মদনপুর টু আড়াইহাজারগামী বৈধ শিল্প গ্রাহক অলিম্পিক ইন্ডাস্ট্রি লিমিটেড এর সহায়তায় পুলিশ-ম্যাজিস্ট্রেট ব্যতিত বিশেষ অভিযানের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান করা হয়েছে। উপজেলার সাদিপুর ইউনিয়নের ৩ জুলাই বুধবার
সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়, মিরেরটেক,হাতুড়ি পাড়া এলাকায়। মোট ৩টি স্পটে আনুমানিক ৩ কি.মি গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আনুমানিক ১০০০ অবৈধ গ্রাহকের আবাসিক চুলার লাইন বিচ্ছিন্ন হয়েছে ।
স্থানীয় এলাকায় উচ্ছেদকৃত পাইপ- ৭০০ ফিট উদ্ধার করে অলিম্পিক ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড আওতায় নিয়ে বিক্রয় করা হয়েছে, এক্সকেভেটর এর মাধ্যমে ২” ডায়া বিশিষ্ট অবৈধ পাইপ।
স্থানীয় এলাকায় অভিযানকালে ০২ জন ওয়ার্ড কাউন্সিলর মো.নজরুল ইসলাম ও মো. মনির হোসেন উপস্থিত থেকে সহযোগিতা করেন। তিতাসের পক্ষ থেকে বলা হয়েছে
, বি. দ্র. অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্টে কিল করা হয়েছে।