May 2, 2024, 3:56 am
সর্বশেষ:
রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চুয়াডাঙ্গায় সোনারগাঁয়ে বেপরোয়া মহিউদ্দিন পেপার মিলস, বিলিং ঘর ধসে পড়ে ১০ লাখ টাকার ক্ষতি আলফাডাঙ্গায় বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় বান্দরবানের ট্রাস্ট ব্যাংকের পাশে আগুন,পুড়ে ছাই দোকান ও বসতঘর           শ্রীমঙ্গল মহিলা ভাইস-চেয়ারম্যান এর বিরুদ্ধে সম্পত্তি জবর দখলের অভিযোগ বাজারে ধানের দাম কম, শ্রমিকের মজুরি বেশি সাতক্ষীরা তালা উপজেলার তরুণ প্রজন্ম অনলাইন জুয়ায় আসক্ত সাংবাদিকদের সাথে বান্দরবানে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময় সভা রামপালে ট্রাক চাপায় ভ্যানচালকসহ নিহত-৩ লোহাগাড়া চরম্বায় বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় করেন ধর্মপ্রান মুসল্লিরা

ফিফা বিশ্বকাপ ট্রফি দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Last update: Wednesday, June 8, 2022

কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপ উপলক্ষে ফিফা বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণের অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বকাপের সোনালি শিরোপা প্রদর্শন করা হয়।

এই সময় ফিফা বিশ্বকাপ ট্রফির প্রতিনিধি এবং ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ী তারকা ক্রিস্টিয়ান কারেম্বু উপস্থিত ছিলেন। গণভবনে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রেসিডেন্টসহ একটি প্রতিনিধি দল।

এর আগে বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে ফিফা বিশ্বকাপের ট্রফি প্রদর্শন করা হয়। বঙ্গভবনে ট্রফি প্রদর্শনের সময় ফিফা বিশ্বকাপ ট্রফির প্রতিনিধি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

বিশ্বভ্রমণের ধারাবাহিকতায় ফিফা বিশ্বকাপ ট্রফি পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে। এটি মোট ৫৬টি দেশে ঘুরবে। বুধ ও বৃহস্পতিবার বাংলাদেশে থাকবে সোনালি এই ট্রফি। দ্বিতীয় দিন দর্শকদের জন্য প্রদর্শন করা হবে ট্রফিটি।

একটি চার্টার্ড ফ্লাইটে বিশ্বকাপ ট্রফি বুধবার বাংলাদেশ সময় সকাল ১০ টা ৪৫ মিনিট নাগাদ বাংলাদেশে আসে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফি এসে পৌঁছানোর পর ফিফা প্রতিনিধির থেকে বাংলাদেশের পক্ষে ট্রফি গ্রহণ করেন সাবেক ফুটবলার ও বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC