সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নুর আলম (৩৬) নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে।
নিহত নুর আলম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার রসুলপুর গ্রামের পোস্ট অফিস পাটওয়ারী বাড়ির আবদূল লতিফ মাসটারের ছেলে।
মেহেরপুরে প্রবাসফেরত যুবকের মরদেহ উদ্ধার
সৌদি আরবের দাম্মাম শহরের আল খোবার নামক স্থানে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, কর্মস্থলের কাজ শেষে নিজ বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় নুর আলমের মৃত্যু হয়, এদিকে প্রাইভেটকার চালক মিশরের নাগরিককে সৌদি পুলিশ গ্রেপ্তার করেছে।
নূর আলমের মৃত্যুর সংবাদে স্থানীয় বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহতের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে।
Drop your comments: