বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ৬ কেজি গাঁজাসহ রাব্বি (২১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ মে) রাত আটটার দিকে উপজেলার ভাই জোড়া শিশু হাসপাতালের মোড় থেকে রাব্বিকে আটক করা হয়
মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আটক রাব্বি নারায়ণগঞ্জের ফতুল্লাহ উপজেলার কাশিপুর গ্রামের মৃত চুন্নু মৃধার ছেলে।
পুলিশ রাব্বির কাছে থাকা কাপড় বহনের একটি লাগেজের মধ্য থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। উদ্ধারকৃত গাঁজার স্থানীয় বাজার মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা বলে জানায়পুলিশ ।
থানার (ওসি) সাইদুর রহমান জানান, রাব্বি গাঁজার একটি বড় চালান নিয়ে রাত সাড়ে ৭টার দিকে মোরেলগঞ্জ নব্বইরশি বাসস্ট্যান্ড থেকে ভাইজোড়ার দিকে যাবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভাইজোরার শিশু হাসপাতালের মোড়ে পুলিশের একটি দল তাকে হাতেনাতে ধরে ফেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।