আওয়ামী লীগের কথা থেকেই বুঝা যায়, তারা গণবিচ্ছিন্ন। শেষ সময়ে এসে নেতাকর্মীদের মনোবল চাঙা রাখার চেষ্টা করছে দলটি, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
শনিবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর একটি হোটেলে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।
রিজভী অভিযোগ করেন, গত এক বছরে ২০ জন বিএনপি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আরও নানাভাবে নির্যাতন-নিপীড়ন করছে সরকার। তারপরও গণতন্ত্র রক্ষার আন্দোলনে সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছে।
এখনও সময় আছে উল্লেখ করে আওয়ামী লীগ সরকারকে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান বিএনপির এ নেতা। বললেন, অন্যথায় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে ক্ষমতাসীনদের।
Drop your comments: