ভার্চুয়াল কোর্ট পদ্ধতিতে সারাদেশের নিম্ন আদালতে ৪ হাজার ৬৬৪টি জামিন আবেদনের ওপর শুনানি নিয়ে ৩ হাজার ৪৪৭ জন আসামির জামিন মঞ্জুর করা হয়েছে। রবিবার (১৭ মে) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন।
সেই নির্দেশ অনুসারে গত ১২ মে সারাদেশের বিচারিক আদালত ৩৫০টি আবেদনের শুনানি নিয়ে ১৪৪ জন, ১৩ মে এক হাজার ১৮৩টি আবেদনের শুনানি নিয়ে এক হাজার ১৩ জনকে এবং ১৪ মে এক হাজার ৮২১ জন আসামিকে জামিন দেওয়া হয়।
Drop your comments: