একের পর এক জামিন আবেদন নাকচ হচ্ছে শাহরুখপুত্র আরিয়ান খানের। পর পর দুইটি জামিন আবেদন নাকচ করেছে ভারতের আদালত।
একের পর আবেদন নাকচের পেছনে বিপক্ষের আইনজীবী অনিল সিংয়ের যুক্তি, আরিয়ানকে জামিন দিলে তথ্যপ্রমাণ এদিক-ওদিক হতে পারে, ব্যাঘাত ঘটতে পারে তদন্ত প্রক্রিয়াতে।
ভারতের আদালতও সেই যুক্তিতে সায় দিয়েছে। তবে জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি মনে করেন, ভিন্ন এক কারণে আরিয়ানের বিরুদ্ধে সক্রিয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো’ (এনসিবি)।
মাদককাণ্ডে আরিয়ানের গ্রেফতারের ঘটনায় ভারতের উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষক হত্যার প্রসঙ্গও টেনেছেন পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) সভানেত্রী।
তার দাবি, আরিয়ানকাণ্ডে গণমাধ্যম ও ভারতবাসীকে ব্যস্ত রেখে কৃষক হত্যা ঘটনার মূল অভিযুক্ত আশিস মিশ্রকে আড়াল করা চেষ্টা চলছে।
এসব দাবি করে সোমবার টুইটারে বিস্ফোরক এক সব মন্তব্য করেন মেহবুবা।
তিনি লিখেছেন, ‘চারজন কৃষককে খুনের দায়ে অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে ছেড়ে কেন্দ্রীয় সংস্থাগুলি ২৩ বছরের এক যুবকের পেছনে পড়েছে। কারণটা সহজ, তার পদবি খান। বিজেপির বিকৃত ইচ্ছাপূরণের জন্য মুসলমানদেরকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।’