সিলেটের প্রবাসী অধ্যুষিত এলাকা গোলাপগঞ্জে সুবিধাবঞ্চিতদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করে গোলাপগঞ্জ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন।
শনিবার (৬ এপ্রিল) সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে পৌর শহরে সমাজের সুবিধা বঞ্চিত ও অসহায় শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়কারী গোলাপগঞ্জ সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ও গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল আহাদ, গোলাপগঞ্জ বাজার বনিক
সমিতির সদস্য মাহবুবুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, সমন্বয়ক মোহাম্মদ শাহ আলম, সমন্বয়ক নজরুল ইসলাম, গোলাপগঞ্জ মাইক্রবাস সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম লিলু, সাংবাদিক আব্দুল্লাহ, সমাজ কর্মী পারভেজ আহমদ,সাংবাদিক জাহিদ উদ্দীন, ফাহিম আহমাদ, তামিম আহমদ, অলিউর রহমান তামিম, পাবেল আহমদ প্রমুখ।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাওলানা আব্দুল জলিল।
প্রধান সমন্বয়কারী সাংবাদিক আব্দুল আহাদ বলেন, গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন দেশের প্রবাসীদের মানবিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করার মাধ্যমে নতুন অধ্যয়ের সূচনা হলো। যেকোনো মানবিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করবে নবগঠিত এই সংগঠন। তিনি গোলাপগঞ্জ উপজেলার সচেতন প্রবাসীদের প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান৷