শিক্ষক নিয়োগে ৫ লাখ চুক্তিতে লিখিত পরীক্ষায় পাস করলেও মৌখিকে আটক হয়েছেন একজন। চট্টগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লিখিত পরীক্ষায় প্রক্সি দেন অন্য একজন পাস করে মৌখিক পরীক্ষা দিতে আসেন পরীক্ষার্থী মো. মুজিবুর রহমান নিজেই।
সোমবার (২৫ জুলাই) চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয় থেকে তাকে আটক করা হয়। মুজিবুর রহমান চট্টগ্রামের সাতকানিয়া থানার কেওচিয়া গ্রামের ফজলুল কবিরের ছেলে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক আবু রায়হান দোলন বলেন, লিখিত পরীক্ষার লেখার সঙ্গে মৌখিক পরীক্ষার লেখাতে মিল না থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরীক্ষার্থী মুজিব পেকুয়া উপজেলার মানিক নামে তার বন্ধুর মাধ্যমে ৫ লাখ টাকা চুক্তিতে প্রক্সি পরীক্ষার্থীর মাধ্যমে লিখিত পরীক্ষায় পাশ করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এরপর পুলিশে তাকে আটক করে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করবে।
জানা যায়, গত ১ জুন জেলা প্রশাসনের রাজস্ব শাখার অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে পাশ করা ১৫ পরীক্ষার্থীকে মৌখিক পরীক্ষায় আটক করা হয়েছিল। জেলা প্রশাসন পরে তাদেরকে সাজা দেয়।