নাতাশা পিয়ার্স মুসার নামে এক সাংবাদিক ও আইনজীবী স্লোভেনিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।
মেলানিয়া ট্রাম্প যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি থাকাকালে নাতাশা তার আইনজীবী হিসেবে কাজ করেছেন। খবর বিবিসি ও আনাদোলুর।
রোববার অনুষ্ঠিত দ্বিতীয় দফা নির্বাচনে ৫৪ বছর বয়সি নাতাশা পিয়ার্স মুসার ৫৩.৯৮ শতাংশ ভোট পেয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী আনজে লোগার পেয়েছেন ৪৬.০২ শতাংশ।
স্লোভেনিয়ার বামপন্থি সরকারের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন নাতাশা। রক্ষণশীল ধারার প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনজে লোগারকে তিনি নির্বাচনে পরাজিত করেন।
Drop your comments: