সৌদি আরবের তাবুকে ১ লাখ ২০ বছরের পুরনো মানুষের পায়ের ছাপ পাওয়া গেছে। তাবুক শহরের কাছে এক পুরনো শুকনো লেকের কাছে ৬ টি মানুষের পায়ের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে আরবের প্রথম দিকের বসবাসরত মানুষের পায়ের চিহ্ন এসব।
গবেষকরা জানান, লেকে পানি নিতে আসার সময় এই পদচিহ্ন তৈরি হয়। এছাড়া একই সাথে পশু ও মানুষ এখানে পানি সংগ্রহ করত। কারণ আশে পাশে হাতিসহ বিভিন্ন প্রাণির ২৩৩ টি ফসিল উদ্ধার করা হয়েছে।
যদিও বর্তমান সময় আরব উপদ্বীপ মরুভূমির কারণে বেশিরভাগ এলাকা বসবাসের যোগ্য নয়। কিন্তু গবেষকরা জানান পূর্বে এই এলাকায় অনেক সবুজ ও বসবাসের উপযোগী ছিল। কারণ এখানে হাতি ও গণ্ডারসহ অনেক প্রাণির ফসিল পাওয়া গেছে।
Drop your comments: