সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু ছেলে বাহা উদ্দিন রুমি সহ দুইজনকে গ্রেফতার করেছে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ।
রবিবার সন্ধ্যায় ইউনিয়নের লাধুরচর স্কুল মাঠ থেকে ৩২ পিচ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর গ্রামের দেওয়ান উদ্দিন চুন্নুর ছেলে বাহা উদ্দিন রুমি (৪২) ও তার সহযোগি নুরু মিয়ার ছেলে রুহুল আমিন (২১)।
জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নুর ছেলে বাহা উদ্দিন রুমিসহ তার সহযোগিরা দীর্ঘদিন ধরে লাধুরচর এলাকায় মাদক ব্যবসা করে আসছে। এমন সংবাদে রবিবার সন্ধ্যায় ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাকির রব্বানীর নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্সসহ লাধুরচর স্কুল মাঠ এলাকায় অভিযান চালিয়ে বাহা উদ্দিন রুমি ও তার সহযোগি রুহুল আমিনকে ৩২ পিচ ইয়াবা সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশ। স্থানীয় লাধুরচর এলাকার ইউপি সদস্য জানান, দীর্ঘদিন ধরে চক্রটি সক্রিয় ভাবে মাদর্ক ব্যবসা করে যাচ্ছে, দুরত্ব সময়ের মধ্যে বাকি সদস্যদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছে জনসাধারণ।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাকির রব্বানী বলেন, দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃত ব্যক্তিরা লাধুরচর এলাকায় মাদক ব্যবসা করে আসছে এমন অভিযোগে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।