আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্রী খুন হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে ১৬ মার্চ (মঙ্গলবার) দুপুর ১২ টার দিকে বালিঙ্গা গ্রামের নিজ ঘরে। জানা যায়,নিহত নাজমিন আক্তার (১৯) বালিঙ্গা গ্রামের সামসুল হক চৌধুরীর (কমতউ) এর পালিত কন্যা।
এলাকাবাসী জানান, ঘাতক নাজিম উদ্দিন এলাকই এলাকার। সে ওই কিশোরীর বাড়িতে দিনমজুরের কাজ করতো। ধীর্ঘ দিন ধরে মেয়েটি ঘাতক নাজিম উদ্দিন প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো এবং তাকে প্রায়ই উত্তক্তো করতো। ঘটনার দিন সকালে মেয়েটি নিজ ঘরে টিভি দেখছিলো এসময় নাজিম উদ্দিন সুযোগ বুঝে পেছন দিকে এসে মেয়েটি ঝাপটে ঘীরে ধরে। মেয়েটি চিৎকতার দিলে বটি দা দিয়ে গলায় কুপ দেয় ঘাতক নাজিম উদ্দিন। সাথে-সাথে মেয়েটি মাটিতে লুঠে পড়ে। নাজিম উদ্দিন পালিয়ে যায় খেয়াট দিয়ে। আহত অবস্থায় নাজমিন আক্তারকে ওসমানীতে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করে। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ঘাতকে গ্রেফতারের জন্য পুলিশ মাঠে নেমেছে বলে জানান ওই কর্মকর্তা।