সরকারি সেবা নিতে গিয়ে জনগণ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয় সে বিষয়ে সজাগ থাকতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে তৃণমূলের উন্নয়নে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে পরিকল্পনা বাস্তবায়নে জেলা প্রশাসকদের আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকদের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে যোগ দিয়ে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ টানা ১৩ বছর ক্ষমতায় থাকার কারণেই বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। তৃণমূল পর্যায়ে মানুষের জীবনযাত্রার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়ার পাশাপাশি ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এসময় করোনার নতুন ভ্যারিয়েন্টে মৃতের সংখ্যা ক্রমেই বেড়েই চলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান।