মো. রাসেল ইসলাম: যশোরের শার্শায় নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার সকালে উপজেলা অডিটোরিয়াম কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২৮ নভেম্বর ২০২১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১০ট ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের এই সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর ১ শার্শা আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। এসময় নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের হাতে ক্রেষ্ট তুলে দেওয়া হয়।
Drop your comments: