যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শা সীমান্ত থেকে ৭৪ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী জামাল দেওয়ান (৪৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার সময় তাকে আটক করা হয়।
আটক জামাল দেওয়ান মুন্সিগঞ্জ জেলার লৌহজং গ্রামের মৃত সামাদ দেওয়ানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা সীমান্তের চালিতাবাড়িয়া এলাকার রশিদের বাড়ির সামনে দুই মাদক ব্যবসায়ীকে দেখে ধাওয়া দিলে একজনকে আটক করা হয়। এসময় একজন পালিয়ে যেতে সক্ষম হয়। আটক জামালের কাছ থেকে ৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য ২ লাখ ৯৬হাজার টাকা।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে। তবে পলাতক আসামিকে ধরতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।