
মিসরে জনপ্রিয় দুই টিকটকারকে কারাদণ্ড দিয়েছেন দেশটির ক্রিমিনাল কোর্ট।
রোববার তাদের এ সাজা দেওয়া হয়। তাদের বিরুদ্ধে মানবপাচার সংক্রান্ত অভিযোগ ছিল বলে জানা যায় মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদন থেকে।
আদালত ২৩ বছর বয়সি মাওয়াদা আল আদহামকে ছয় বছর এবং ২০ বছর বয়সি হানিন হোস্সামকে ১০ বছর কারাদণ্ড দেন। তাদের দুজনকেই দুই লাখ মিসরি পাউন্ড জরিমানা করা হয়েছে।
মানবপাচার ছাড়াও ‘বৈষয়িক সুবিধা অর্জনের জন্য মিসরীয় সমাজের নীতি ও মূল্যবোধের বিপরীতে মেয়েদের ব্যবহার করার’ অভিযোগ আনা হয়েছে এ দুই টিকটকারের বিরুদ্ধে। আদহামের টিকটকে তিন মিলয়নের বেশি ফলোয়ার রয়েছে। আর হোস্সামের রয়েছে এক মিলিয়নের মতো ফলোয়ার।
এদিকে চলতি মাসেই রিনাদ ইমাদ নামের এক টিকটকারকে তিন বছরের জেল এবং এক লাখ মিসরি পাউন্ড জরিমানা করা হয়। তার বিরুদ্ধে প্রায় একই ধরনের অভিযোগ আনা হয়েছে।