যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের মহিলা দাখিল মাদ্রাসার নতুন প্রাচীর ভেঙে দিয়েছে দুষ্কৃতকারীরা।
দুপুরে মাদ্রাসা এলাকা ফাঁকা পেয়ে এই ক্ষতি সাধন করা হয়। মাদ্রাসার শিক্ষকরা জানান, সকালে টিকা দেওয়ার জন্য শিক্ষক ও ছাত্রীরা সবাই টিকা কেন্দ্রে যাওয়ায় ওই সময় মাদ্রাসা ফাঁকা ছিলো। সেই সুযোগে কে বা কারা প্রাচীরটি হিংসাত্মক বসৎ ভেঙে ফেলেছে।
শিক্ষা প্রতিষ্ঠানের এমন ক্ষতি সাধনের বিষয়ে সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা কামনা করেছেন প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা।
এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা জানান, মাদ্রাসার নবনির্মিত প্রাচীরটি ভেঙে ফেলার বিষয়টি আমি শুনেছি। দুষ্কৃতকারীদেরকে সনাক্ত করে খুব শিঘ্রয় আইনের আওতায় আনা হবে।
Drop your comments: