মো. রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল রঘুনাথপুর গ্রাম থেকে গাঁজা গাছ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ।
শনিবার (১২ জুন) বেনাপোল রঘুনাথপুর পশ্চিমপাড়া গ্রামস্থ হযরত আলী হজো ফকিরের বাড়ির গোয়াল ঘরের পিছন থেকে গাঁজা গাছটি উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতিটের পেয়ে আসামী হযরত আলী পালিয়ে যেতে সক্ষম হয়।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে গাঁজা গাছ উদ্ধার করে। পলাতক আসামীর বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে।
Drop your comments: