মো. রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শায় করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় জনসাধারণকে সচেতন করতে মাঠে নেমেছেন উপজেলা প্রশাসন। করোনা সংক্রমণের হার কমিয়ে আনতে কঠোর ভাবে বিধিনিষেধ মানতে শার্শা বেনাপোলের হাট বাজার গুলোতে তদারকি করতে সেচ্ছাসেবী সংগঠন তৈরী করা হয়েছে। মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে শার্শা ও বেনাপোলের বিভিন্ন এলাকায় প্রশাসনের সাথে কাজ করবে সেচ্ছাসেবীরা। শার্শায় নতুন করে ২৩ জনের শরীরে করোনা সনাক্তের পাশাপাশি উপজেলায় ১শ ২০ জন করোনা পজিটিভ হিসাবে সনাক্ত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা বলেন, সরকার চাচ্ছে না লকডাউন দিতে কারণ লকডাউন এর সাথে অনেক মানুষের জীবন-জীবিকার সম্পর্ক রয়েছে। যদি এই সংক্রমণের হার কমানো না যাই তাহলে সরকার বাধ্য হবে লকডাউন দিতে।
এদিকে নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান বলেন, বেনাপোল সীমান্তবর্তী এলাকা এখানে এ ভাইরাসের প্রভাব বেশি দেখা দিচ্ছে। আপনাদেরকে অনুরোধ করছি সরকারের দেওয়া নির্দেশনা গুলো মেনে চলুন নিজে সুস্থ থাকুন সকলকে সুস্থ রাখুন।
এসময় আরো উপস্থিত ছিলেন, বেনাপোল থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান,বেনাপোল বাজার কমিটির সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক বজলুর রজমান,বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র শাহাবুদ্দিন মন্টু সহ প্রশাসনের কর্মকর্তারা।