বাংলাদেশে কর্মরত বিদেশি কর্মীরা এফসি একাউন্ট ছাড়া নিজ দেশে টাকা পাঠাতে পারবেন না। এর আগে কোন একাউন্ট থেকে টাকা পাঠাতে তার নির্দিষ্ট দিক নির্দেশনা ছিল না। বিষয়টি নিশ্চিত করে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া মাসিক আয়ের সর্বোচ্চ ৭৫ শতাংশ দেশে পাঠানো যাবে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, বাংলাদেশে যেসব বিদেশি কর্মী কাজ করেন তাদের উপার্জিত টাকা গুলো এই দেশের এফসি একাউন্ট থেকে তাদের দেশের এফসি একাউন্টে পাঠাতে হবে। এর আগে এফসি একাউন্টে টাকা পাঠানোর নির্দিষ্ট ঘোষণা ছিল না। তবে এক মাসে মোট উপার্জনের ৭৫ শতাংশের বেশি পাঠাতে পারবেন না কেউ।
বাংলাদেশের এডি শাখাগুলো তাদের এফসি একাউন্টের বিপরীতে ডেবিট অথবা প্রিপেইড কার্ড ইস্যু করতে পারবে। এই ডেবিট কার্ডের টাকা দিয়ে ভ্রমণ সম্পর্কিত ব্যয় করতে পারবেন তারা। তাদের একাউন্টে গচ্ছিত এবং টিকেট কেনার জন্য খরচ করা টাকাগুলো বাংলাদেশের রেমিট্যান্স হিসেবে বিবেচিত হবে।
এবং যে টাকা তারা নিজ দেশে পাঠাবে সেগুলো আউট ওয়ার্ড রেমিটেন্স হিসেবে বিবেচিত হবে।